কবে লঞ্চ হবে Realme 14 সিরিজ, দাম কত থাকবে? বাজারে আসার আগেই প্রকাশ্যে

Realme 14 Series India Launch Timeline - ২০২৫ সালের জানুয়ারিতে রিয়েলমি ১৪ সিরিজ লঞ্চ হবে জানা গেছে। যদিও সংস্থাটি ফেব্রুয়ারিতে এই সিরিজ আনার পরিকল্পনা নিয়েছিল বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এই সিরিজের অধীনে রিয়েলমি ১৪, রিয়েলমি ১৪ প্রো ও রিয়েলমি ১৪ প্রো প্লাস মডেল তিনটি লঞ্চ হতে পারে।

Suvrodeep Chakraborty 7 Nov 2024 8:23 PM IST

রিয়েলমি আগামী ২৬ নভেম্বর ভারতে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিয়েলমি জিটি ৭ প্রো লঞ্চ করতে চলেছে। তবে এর কিছুদিন পরেই সংস্থাটি তাদের পরবর্তী নম্বর সিরিজ রিয়েলমি ১৪ ভারতে নিয়ে আসতে চলেছে। যদিও গুঞ্জন ছিল যে, সংস্থাটি রিয়েলমি ১৩ সিরিজের উত্তরসূরি হিসেবে এই সিরিজ লঞ্চ করবে না। তবে স্মার্টপ্রিক্স তাদের রিপোর্টে বলেছে যে, Realme 14 সিরিজ ২০২৫ সালের শুরুতেই এদেশে আসছে। সম্ভবত রিয়েলমি তাদের নম্বর সিরিজ লঞ্চের টাইমলাইন বদল করেছে। এবার থেকে হয়তো বছরে একটি নম্বর সিরিজ বাজারে আসবে।

Realme 14 সিরিজ: কখন লঞ্চ হবে

২০২৫ সালের জানুয়ারিতে রিয়েলমি ১৪ সিরিজ লঞ্চ হবে জানা গেছে। যদিও সংস্থাটি ফেব্রুয়ারিতে এই সিরিজ আনার পরিকল্পনা নিয়েছিল বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এই সিরিজের অধীনে রিয়েলমি ১৪, রিয়েলমি ১৪ প্রো ও রিয়েলমি ১৪ প্রো প্লাস মডেল তিনটি লঞ্চ হতে পারে। রিয়েলমি ১৩ সিরিজের অধীনেও এই তিনটি মডেল আনা হয়েছিল।

রিয়েলমি ১৪ সিরিজের দাম ও প্রতিদ্বন্দ্বী কোন কোন ফোন

রিয়েলমি ১৪ সিরিজের দাম ১৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে থাকবে বলেই আমাদের অনুমান। এই সিরিজের ফোনগুলির সাথে রেডমি নোট ১৪ সিরিজ, পোকো এক্স৭ প্রো এর মার্কেট দখল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলবে।

রিয়েলমি ১৪ সিরিজ: স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

রিয়েলমি ১৩ সিরিজের মতো রিয়েলমি ১৪ সিরিজের ফোনে বেশি ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে। এর একটি মডেলে ৬,০০০ এমএএইচ এর কাছাকাছি ব্যাটারি থাকতে পারে। ডিভাইসগুলি নতুন অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম ওএসে চলবে। এছাড়া এবারের স্মার্টফোনগুলিতে পূর্বসূরির মতো গোলাকার ক্যামেরা মডিউলের পরিবর্তে ভিন্ন ডিজাইন দেখা যেতে পারে। ক্যামেরা সেন্সরের ক্ষেত্রেও কিছু আপগ্রেড আমরা দেখবো।

উল্লেখ্য, চীনের মানুষ ১৪ সংখ্যাটি অশুভ মনে করে। যেকারণে এই সংখ্যা অনেকেই ব্যবহার করতে চায় না। সেই কারণে গুঞ্জন ছিল যে, রিয়েলমি সম্ভবত ১৪ সিরিজ বাজারে আনবে না। তবে নয়া রিপোর্ট সেই জল্পনায় জল ঢেলে দিল বলা চলে।

Show Full Article
Next Story