Realme 14x 5G ভারতে এন্ট্রি নিচ্ছে 18 ডিসেম্বর, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ থাকবে 6000mAh ব্যাটারি
রিয়েলমি 14x 5G স্মার্টফোনে 6.67-ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে থাকবে, যা রিয়েলমি 12x 5G এর 6.72-ইঞ্চি স্ক্রিনের তুলনায় সামান্য ছোট। Realme 14x 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5G প্রসেসর ব্যবহার করা হবে।
রিয়েলমি আগামী 18 ডিসেম্বর ভারতে তাদের নতুন স্মার্টফোন Realme 14x 5G লঞ্চ করতে চলেছে। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে আজ ফোনটির ডিজাইন ও ফিচার ফাঁস হয়েছে। জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব Realme 14x 5G এর সমস্ত ফিচার সামনে এনেছেন। পাশাপাশি তিনি এর একটি পোস্টার শেয়ার করেছেন। পোস্টারে ডিভাইসটিকে শক্তিশালী 5G কিলার ফোন বলে অভিহিত করা হয়েছে।
Realme 14x 5G এর ডিজাইন (ফাঁস)
রিয়েলমি 14x 5G ফোনে নতুন ক্যামেরা ডিজাইন থাকবে বলে আশা করা হচ্ছে। পিছনে তিনটি ক্যামেরা সেন্সর দেখা যাবে, যা রিয়েলমি 12x 5G ডিভাইসে থাকা গোলাকার ক্যামেরা মডিউল থেকে আলাদা। এই পরিবর্তনের ফলে আসন্ন ডিভাইসকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। আর রিয়েলমি 14x 5G হ্যান্ডসেটের ট্রিপল ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর থাকবে। যেখানে আগের মডেলে ডুয়েল ক্যামেরা সিস্টেমে ছিল।
পোস্টারে দেখা গেছে ফোনটির ভলিউম এবং পাওয়ার বাটনগুলি ডান প্রান্তে থাকবে, চার্জিং এবং ডেটা ট্রান্সফারের জন্য নীচে USB Type-C পোর্ট দেখা যাবে। এটি ক্রিস্টাল ব্ল্যাক, গোল্ডেন গ্লো এবং জুয়েল রেড কালারে পাওয়া যাবে।
Realme 14x 5G এর ফিচার ও স্পেসিফিকেশন (ফাঁস)
রিয়েলমি 14x 5G স্মার্টফোনে 6.67-ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে থাকবে, যা রিয়েলমি 12x 5G এর 6.72-ইঞ্চি স্ক্রিনের তুলনায় সামান্য ছোট। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5G প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে: 6GB+128GB, 8GB+128GB, এবং 8GB+256GB। রিয়েলমি 14x 5G ফোনে 5600mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে, যা রিয়েলমি 12x 5G এর 5,000mAh ব্যাটারির থেকে বড়।
ডিভাইসটি IP69 রেটিং সহ আসবে বলে অনুমান করা হচ্ছে। এর অর্থ হল আসন্ন স্মার্টফোনটি ধুলো এবং জল প্রতিরোধী বিল্ড সহ আসবে।
রিয়েলমি 14x 5G স্মার্টফোনে 6.67-ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে থাকবে, যা রিয়েলমি 12x 5G এর 6.72-ইঞ্চি স্ক্রিনের তুলনায় সামান্য ছোট। Realme 14x 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5G প্রসেসর ব্যবহার করা হবে।