Realme ব্যবহারকারীদের জন্য সুখবর, Android 13 আপডেট চলে এসেছে এই স্মার্টফোনে

বিভিন্ন স্মার্টফোনে Android 12 রোলআউটের পর এবার Android 13 নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্মাতারা। যেমন Realme ভারতে...
techgup 12 Oct 2022 11:20 PM IST

বিভিন্ন স্মার্টফোনে Android 12 রোলআউটের পর এবার Android 13 নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্মাতারা। যেমন Realme ভারতে অ্যান্ড্রয়েডের ত্রয়োদশ সংস্করণের আর্লি অ্যাক্সেসের রোডম্যাপ প্রকাশ করেছে। পাশাপাশি আর্লি অ্যাক্সেস প্রোগ্রামের আওতায় তিনটি হ্যান্ডসেটে লেটেস্ট আপডেট দিয়েছে - Realme GT 2, Realme GT Neo 3, এবং Realme GT Neo 150W। এবার সংস্থার আরও এক ডিভাইসে Android 13 আপডেট এল।

সংস্থার তরফে Realme 9 Pro+ ব্যবহারকারীদের জন্য Android 13 আর্লি অ্যাক্সেস প্রোগ্রামের ঘোষণা করা হয়েছে। রিয়েলমি কমিউনিটিতে এই বিষয়ে পোস্ট করা হয়েছে। উল্লেখ্য, স্মার্টফোনটি চলতি বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ করা হয়েছিল। এবং তাদের নম্বর সিরিজের সবচেয়ে দামী মডেল এটি। প্রসঙ্গত, Realme 9 Pro+ সংস্থার প্রথম মিড-রেঞ্জ ফোন, যা Android 13 পাবে।

রিয়েলমি নতুন সফটওয়্যার আপডেট পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রেখেছে। যেমন যে সকল Realme 9 Pro+ ব্যবহারকারীরা তাদের হ্যান্ডসেট RMX3392_11.A.12 অথবা RMX3392_11.A.13 ভার্সনে আপডেট করেছেন, একমাত্র তারাই Android 13 আর্লি অ্যাক্সেসের জন্য যোগ্য বিবেচিত হবেন। সে ক্ষেত্রে সেটিংস > সফটওয়্যার আপডেট > ট্রায়াল ভার্সন > তারপর ডিটেলস সাবমিট করে কিছু প্রশ্নের উত্তর দিয়ে প্রোগ্রামের জন্য আবেদন সম্পূর্ণ করতে হবে।

রিয়েলমি জানিয়েছে, যারা আবেদন করছেন, তাদের ফোনে অন্তত ৫ জিবি স্টোরেজ ফাঁকা থাকতে হবে। এছাড়াও, Realme 9 Pro+ এর আর্লি অ্যাক্সেস বিল্ডে আপগ্রেড করার জন্য ব্যাটারিতে ৬০ শতাংশ চার্জ অবশিষ্ট থাকতে হবে। উল্লেখ্য, আর্লি অ্যাক্সেস বিল্ড হওয়ার জন্য এটি যে স্টেবেল ভার্সনের মতো ত্রুটিমুক্ত হবে না, তা বলাই বাহুল্য। ফলে বাগ থাকার কারণে সিস্টেম স্টেবিলিটি বা ব্যাটারি লাইফ প্রভাবিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর স্টেবেল আপডেট পেতে নূন্যতম ২-৩ মাস অপেক্ষা করতেই হবে।

Show Full Article
Next Story