Realme 9 Pro+ Free Fire Limited Edition ফ্রি ফায়ার গেমারদের জন্য লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন
আজ (১২ এপ্রিল) থাইল্যান্ডের মার্কেটে লঞ্চ হল Free Fire মোবাইল গেম দ্বারা অনুপ্রাণিত Realme 9 Pro+ Free Fire Limited...আজ (১২ এপ্রিল) থাইল্যান্ডের মার্কেটে লঞ্চ হল Free Fire মোবাইল গেম দ্বারা অনুপ্রাণিত Realme 9 Pro+ Free Fire Limited Edition স্মার্টফোনটি। এই সীমিত এডিশনের হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে ধারের দিকে রঙিন অ্যাকসেন্ট এবং প্যানেলের মাঝে অবস্থিত রিয়েলমি ব্র্যান্ডিংয়ের ঠিক নীচে "ফ্রি ফায়ার" (Free Fire) লেখাটিও রয়েছে। এছাড়াও, এই মোবাইল গেমটির জনপ্রিয় বাক্যাংশ "বুয়াহ!" (Booyah!) কথাটিও হ্যান্ডসেটের ক্যামেরা মডিউলের পাশে দেখতে পাওয়া যাবে। ডিজাইনের দিক থেকে আলাদা হলেও এই স্মার্টফোনে Realme 9 Pro+-এর মতো একই স্পেসিফিকেশন রয়েছে। এই ডিভাইসটিও ৬.৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আসুন এই নতুন রিয়েলমি স্মার্টফোনটির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
রিয়েলমি ৯ প্রো প্লাস ফ্রি ফায়ার লিমিটেড এডিশন-এর দাম ও লভ্যতা (Realme 9 Pro+ Free Fire Limited Edition Price and Availability)
থাইল্যান্ডে রিয়েলমি ৯ প্রো প্লাস ফ্রি ফায়ার লিমিটেড এডিশন-এর একমাত্র ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১২,৪৯৯ ভাট (প্রায় ২৮,২০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। স্মার্টফোনটি এখন থাইল্যান্ডের মার্কেটে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে এবং একটি লিস্টিং থেকে জানা গেছে, ফোনটির সরবরাহ আগামী দশ দিনের মধ্যেই শুরু হবে। এই দক্ষিণ এশীয় দেশে রিয়েলমি ৯ প্রো প্লাস রেগুলার ভ্যারিয়েন্টটিও বিক্রির জন্য উপলব্ধ রয়েছে।
রিয়েলমি ৯ প্রো প্লাস ফ্রি ফায়ার লিমিটেড এডিশন-এর স্পেসিফিকেশন (Realme 9 Pro+ Free Fire Limited Edition Specifications)
যেমনটা আগেই উল্লেখ করা হয়েছে, রিয়ার প্যানেলের ডিজাইনে ব্যাপক পরিবর্তন ছাড়া, রিয়েলমি ৯ প্রো+ ফ্রি ফায়ার লিমিটেড এডিশন এবং রিয়েলমি ৯ প্রো+ রেগুলার মডেলের মধ্যে কোনও পার্থক্য নেই। এই স্মার্টফোনে ৬.৪ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২.৫ডি কর্নিং গরিলা গ্লাস ৫- এর সুরক্ষা অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর দ্বারা চালিত। এতে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ ইনবিল্ট স্টোরেজ মিলবে।
ফটোগ্রাফির জন্য, Realme 9 Pro+ Free Fire Limited Edition- এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য Realme 9 Pro+ Free Fire Limited Edition-এ ৬০ ওয়াট সুপারডার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য, এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাওয়া যাবে।