Realme 9 Pro+ ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নয়া ফিচার সহ এল Realme UI 4.0 আপডেট
মিড রেঞ্জে রিয়েলমির একটি জনপ্রিয় ফোন হল Realme 9 Pro+। কারণ এই ফোনে দুর্দান্ত ক্যামেরা সহ রয়েছে নজরকাড়া ফিচার।...মিড রেঞ্জে রিয়েলমির একটি জনপ্রিয় ফোন হল Realme 9 Pro+। কারণ এই ফোনে দুর্দান্ত ক্যামেরা সহ রয়েছে নজরকাড়া ফিচার। কিছুদিন আগে এই ফোনের জন্য Android 13 ভিত্তিক Realme UI 4.0 কাস্টম স্কিনের বিটা আপডেট রোল আউট করা হয়েছিল। এখন Realme 9 Pro+ ফোনে এল এর স্টেবল আপডেট, যা একাধিক নতুন ফিচার নিয়ে এসেছে।
রিয়েলমি কমিউনিটির একটি পোস্ট অনুযায়ী, Realme 9 Pro+ ফোনে Realme UI 4.0 এর স্টেবল আপডেট এসেছে। এর বিল্ড নম্বর হল RMX3392_11_C.05 এবং এর সাইজ ৫.৩৩ জিবি। আপাতত ব্যাচ ধরে আপডেট রোল আউট করা হচ্ছে, ফলে সমস্ত ফোনে একসঙ্গে আপডেট আসবে না।
জানা গেছে, শুরুতে বিটা ইউজাররা আপডেটটি পাবে। এরপর সবার ফোনে আসবে। আপনি যদি Realme 9 Pro+ ফোনটি ব্যবহার করেন এবং নতুন আপডেট এসেছে কিনা চেক করতে চান, তাহলে ফোনের Settings > About Phone > Check For Updates অপশনে যান।
জানিয়ে রাখি, Realme UI 4.0 ফোনের সমস্ত ইন্টারফেস বদলে দেবে। এর পাশাপাশি যুক্ত করবে নতুন নোটিফিকেশন প্যানেল, মর্ডান অ্যানিমেশন ইঞ্জিন। সাথে কাস্টমাইজ ওমোজি, নতুন ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন, অলওয়েজ অন ডিসপ্লেতে স্পোর্টিফাই মিউজিক কন্ট্রোল ফিচার পাওয়া যাবে।