৫৯০০ টাকা দাম কমলো Realme 9i ফোনের, এত কমে এই প্রথম কেনার সুযোগ
আপনি কি একটি নয়া ফোন খোঁজ করছেন? তার ক্যামেরা বা ব্যাটারি কি ভালো দরকার? কিন্তু বাজেট ১০ হাজার টাকার কাছাকাছি? তাহলে...আপনি কি একটি নয়া ফোন খোঁজ করছেন? তার ক্যামেরা বা ব্যাটারি কি ভালো দরকার? কিন্তু বাজেট ১০ হাজার টাকার কাছাকাছি? তাহলে আপনার জন্য সেরা বিকল্প হবে Realme 9i। এই ফোনের দাম শুরু হয়েছে ১৬,৯৯৯ টাকা। কিন্তু Flipkart Big Dussehra সেলে ফোনটি অনেক কম দামে পাওয়া যাচ্ছে। আর এই ফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
Realme 9i এর দাম ও অফার
রিয়েলমি ৯ আই ফোনের ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট বিগ দুসেরা সেলে ফোনটি ১১,০৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ৫,৯০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে মিলবে ৫৫৫ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট। অর্থাৎ আপনি প্রায় ১০ হাজার টাকায় ফোনটি কেনার সুযোগ পেয়ে যাবেন। ফোনটি দুটি কালারে উপস্থিত - প্রিজম ব্লু ও প্রিজম ব্ল্যাক।
Realme 9i এর ফিচার ও স্পেসিফিকেশন
রিয়েলমি ৯ আই ফোনে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪১২ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Realme 9i ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।