বদলে যাবে Realme ফোন, আগামী সপ্তাহে আসছে Android 13 নির্ভর Realme UI 4.0 কাস্টম স্কিন

গত মাসে গুগল (Google) তাদের অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন, Android 13 Stable সংস্করণটি বাজারে উন্মোচন করেছে। আর এটি লঞ্চ হওয়ার সাথে সাথেই বিভিন্ন শীর্ষস্থানীয় স্মার্টফোন…

গত মাসে গুগল (Google) তাদের অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন, Android 13 Stable সংস্করণটি বাজারে উন্মোচন করেছে। আর এটি লঞ্চ হওয়ার সাথে সাথেই বিভিন্ন শীর্ষস্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলিও তাদের ডিভাইসগুলিতে Android 13 ভিত্তিক নিজস্ব ইউজার ইন্টারফেসের নতুন সংস্করণগুলি রোলআউট করতে শুরু করেছে। সম্প্রতি ওপ্পো (Oppo) চীনে Android 13-এর ওপর ভিত্তি করে তাদের লেটেস্ট ColorOS 13 কাস্টম স্কিনটি লঞ্চ করেছে। আর আজ রিয়েলমি (Realme)-ও ঘোষণা করেছে যে, তারা আগামী সপ্তাহেই লেটেস্ট Android 13 আপডেটের ওপর ভিত্তি করে তাদের Realme UI 4.0 অপারেটিং সিস্টেমটি চালু করবে।

Realme UI 4.0 উন্মোচিত হবে আগামী সপ্তাহেই

রিয়েলমি চায়না-এর চিফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রেন চেন (Rain Chen) মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো (Weibo)-তে পোস্ট করে জানিয়েছে যে, রিয়েলমি আগামী সপ্তাহে তাদের রিয়েলমি ইউআই ৪.০ অপারেটিং সিস্টেমটি লঞ্চ করার পরিকল্পনা করছে। লঞ্চের সময় জানা যাবে যে, কোন কোন রিয়েলমি ডিভাইসগুলি রিয়েলমি ইউআই ৪.০ মেজর ওএস আপডেটের জন্য যোগ্য হবে। সেইসাথে বর্তমানে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম স্কিনে রান করা ডিভাইসগুলিতে ২০২২ এবং ২০২৩-এর জন্য ব্র্যান্ডের Realme UI 4.0 আপডেট রোডম্যাপটিও সামনে আসবে।

এছাড়া, রেন চেন তার ওয়েইবো পোস্টে, রিয়েলমির গ্রাহকদের সাথে শেয়ার করেছেন যে, রিয়েলমি ইউআই ৪.০ ওপেন বিটা সংস্করণটি সেপ্টেম্বরের শেষ নাগাদ রিয়েলমি জিটি ২ প্রো ব্যবহারকারীদের কাছে রোলআউট করা হবে এবং রিয়েলমি জিটি ২ মাস্টার এক্সপ্লোরার এডিশন এবং রিয়েলমি জিটি নিও ৩ স্মার্টফোনগুলিতে রিয়েলমি ইউআই ৪.০-এর প্রাথমিক অ্যাক্সেস আগামী মাসেই উপলব্ধ হবে।

জানিয়ে রাখি, ২০২২-এ রিয়েলমির সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোনটি হল জুলাই মাসে লঞ্চ হওয়া Realme GT 2 Master Explorer Edition হ্যান্ডসেটটি৷ এটি বর্তমানে অ্যান্ড্রয়েড ১২-এর ওপর ভিত্তি করে দ্রুত এবং মসৃণ রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করে। দ্রুত সফ্টওয়্যার ছাড়াও, Realme GT 2 Master Explorer Edition কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত। এই চিপটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফাকচারিং কোম্পানি (TSMC)-এর ইন্ডাস্ট্রি-লিডিং ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে যা আগের প্রজন্মের তুলনায় ৩০% উন্নত পাওয়ার এফিসিয়েন্সি এবং ব্যাটারি সহনশীলতার প্রতিশ্রুতি দেয়। এছাড়া, এটি ৩০% উন্নত জিপিইউ (GPU) পারফরম্যান্সও অফার করে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, রিয়েলমির এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটে ১০০ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ বিশাল ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই চার্জিং সাপোর্টের সাহায্যে মাত্র ২৫ মিনিটের মধ্যে ব্যাটারির চার্জ শূন্য থেকে ১০০ শতাংশ পূরণ করা সম্ভব। তবে সবচেয়ে ভালো দিক হল যে, রিয়েলমি তাদের GT 2 Master Explorer Edition-টিকে স্লিম এবং লাইটওয়েট প্রোফাইলে রাখতে সক্ষম হয়েছে। এটি মাত্র ৮.২ মিলিমিটার পুরু এবং এর ওজন ১৯৫ গ্রাম।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন