সস্তা হল 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Realme ফোন, 5 ডিসেম্বর পর্যন্ত রয়েছে লোভনীয় অফার

Realme P2 Pro 5G ফোনে আছে 2412×1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চি ফুল এইচডি + কার্ভড ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল 2000 নিটস।

Julai Mondal 3 Dec 2024 8:04 PM IST

আপনি যদি ভালো সেলফি ক্যামেরার ফোন খোঁজ করে থাকেন তাহলে Realme P2 Pro 5G আপনার জন্য সেরা বিকল্প হিসাবে প্রমাণিত হতে পারে। মিড রেঞ্জে আসা এই ডিভাইসে আছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দামের কথা বললে, ফোনটির 8 জিবি র‌্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে 25,999 টাকার পরিবর্তে 21,999 টাকায় বিক্রি হচ্ছে। আবার 5 ডিসেম্বর পর্যন্ত এই শপিং সাইটে স্মার্টফোনটি 3 হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টে কেনা যাবে।

এরজন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। এছাড়া অন্যান্য নির্বাচিত ব্যাঙ্কের কার্ডধারীরা 2,000 টাকা ছাড় পাবেন। এক্সচেঞ্জ অফারে Realme P2 Pro 5G আপনি আরও 21,200 টাকা পর্যন্ত কম দামে কিনতে পারবেন। পুরানো ফোনের অবস্থা যদি ভালো হয় এবং এটি যদি প্রিমিয়াম ব্র্যান্ডের উচ্চমূল্যের ডিভাইস হয় তাহলে বেশি এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে।

Realme P2 Pro 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমির এই ফোনে আছে 2412×1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চি ফুল এইচডি + কার্ভড ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল 2000 নিটস। ডিসপ্লে সুরক্ষার জন্য ফোনে গরিলা গ্লাস 7i রয়েছে। পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে স্ন্যাপড্রাগন 7s Gen 2 প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে পাওয়া যাবে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

আর আগেই বলেছি যে, সেলফির জন্য এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5200mAh এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5.0 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে।

Show Full Article
Next Story