ভারতে লঞ্চ হল Realme Book Prime ল্যাপটপ, Realme Buds Air 3 ইয়ারফোন, Realme Smart TV Stick

প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ৭ই এপ্রিল ভারতের বাজারে তিনটি নতুন ডিভাইসের সাথে হাজির হল Realme। নতুন এই প্রোডাক্টের তালিকায়...
SUPARNA 7 April 2022 7:25 PM IST

প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ৭ই এপ্রিল ভারতের বাজারে তিনটি নতুন ডিভাইসের সাথে হাজির হল Realme। নতুন এই প্রোডাক্টের তালিকায় সামিল আছে - Realme Book Prime ল্যাপটপ, Realme Buds Air 3 true wireless stereo (TWS) ইয়ারবাডস এবং Realme Smart TV Stick। যারমধ্যে, উল্লেখিত ল্যাপটপে 2K ফুল-ভিশন ডিসপ্লে, লেটেস্ট উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম, ৫১২ জিবি SSD স্টোরেজ, ভিসি লিকুইট কুলিং সিস্টেম এবং স্টেরিও স্পিকার উপস্থিত। এছাড়া, টাচপ্যাড সহ একটি ব্যাকলিট কীবোর্ডও পাওয়া যাবে। আবার, নয়া অডিও ডিভাইসটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন (ANC) ফিচার, ১০মিমি ডায়নামিক বেস বুস্ট ড্রাইভার এবং ট্রান্সপারেন্সি মোড অফার করে। সর্বোপরি, ইয়ারফোনটি একক চার্জে ৩০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম সরবরাহের ক্ষমতা রাখে, বলে দাবি সংস্থার। অন্যদিকে স্ট্রিমিং গ্যাজেটটির কথা বললে, এতে ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম এবং ব্লুটুথ এনাবল ভয়েস কন্ট্রোল রিমোর্ট বিদ্যমান। প্রসঙ্গত, আলোচিত তিনটি ডিভাইসের পাশাপাশি সংস্থার লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 2 Pro এবং বাজেট রেঞ্জের Realme 9 4G -ও আত্মপ্রকাশ করেছে আজই। আপনারা ইতিমধ্যেই আমাদের আগের প্রতিবেদন থেকে ফোন দুটির যাবতীয় ফিচার সম্পর্কে অবগত হয়ে গেছেন। তাই এই প্রতিবেদনে আমরা শুধুমাত্র Realme Book Prime, Realme Buds Air 3 এবং Realme Smart TV Stick এর দাম ও বিশেষত্ব আলোচনা করবো।

Realme Book Prime, Realme Buds Air 3, Realme Smart TV Stick দাম ও লভ্যতা

রিয়েলমি বুক প্রাইম ল্যাপটপের ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। যদিও, প্রথম সেলে এটিকে ৫৭,৯৯৯ টাকায় বিক্রি করা হবে। আবার HDFC ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে খরিদ্দারী করলে ৩,০০০ টাকা ডিসকাউন্ট অফার করা হবে। এই ল্যাপটপকে - রিয়েল ব্লু, রিয়েল গ্রিন এবং রিয়েল গ্রে কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এবং আগামী ১৩ই এপ্রিল থেকে এটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Realme.com), ই-কমার্স সাইট Flipkart এবং অন্যান্য রিটেল স্টোরের মাধ্যমে উপলব্ধ হবে।

রিয়েলমি বাডস এয়ার ৩ ইয়ারফোনকে ৩,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। যদিও সেল অফারের দৌলতে সীমিত সময়ের জন্য এই ডিভাইসকে ৩,৪৯৯ টাকায় পকেটস্থ করা যাবে। এটিকে আজ থেকেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Realme.com), ই-কমার্স সাইট Flipkart এবং রিটেল স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে। এই অডিও ডিভাইসকে - গ্যালাক্সি হোয়াইট এবং স্টারি ব্লু কালারে বেছে নেওয়া যাবে।

অন্যদিকে, রিয়েলমি স্মার্ট টিভি স্টিকের দাম থাকছে ২,৯৯৯ টাকা। ল্যাপটপের ন্যায় এটিকেও, আগামী ১৩ই এপ্রিল ঠিক দুপুর ১২টা নাগাদ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Realme.com), ই-কমার্স সাইট Flipkart এবং রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে।

Realme Book Prime ল্যাপটপের স্পেসিফিকেশন

রিয়েলমি বুক প্রাইম ল্যাপটপের ভারতীয় ভ্যারিয়েন্টের বেশিরভাগ ফিচারই ইউরোপিয়ান ভ্যারিয়েন্টের অনুরূপ। সেক্ষেত্রে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপে 2K রেজোলিউশনের ফুল-ভিশন ডিসপ্লে দেখা যাবে। এটি ১১তম প্রজন্মের ইন্টেল কোর i5-11320H প্রসেসর এবং ইন্টেল আইরিশ এক্স গ্রাফিক্স সহ এসেছে। ডিভাইসে ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ পাওয়া যাবে।

Realme Book Prime ল্যাপটপে DTS অডিও প্রযুক্তির দ্বারা সমর্থিত স্টেরিও স্পিকার রয়েছে। এতে টাচপ্যাড সহ একটি ব্যাকলিট কীবোর্ড পাওয়া যাবে। এছাড়া, তাপ অপচয়ের গতি বাড়াতে ডিভাইসে ভিসি লিকুইট কুলিং সিস্টেম থাকছে। আবার, কানেক্টিভিটি অপশন মধ্যে, ওয়াই-ফাই ৬ এবং থান্ডারবোল্ট ৪ পোর্ট রয়েছে। তদুপরি, ল্যাপটপটি ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৬৫ওয়াট ফাঁস চার্জিং টেকনোলজি সমর্থন করে। আর, একক চার্জে ডিভাইসের ব্যাটারিটি ১২ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে বলে দাবি করেছে রিয়েলমি।

Realme Buds Air 3 ইয়ারফোন স্পেসিফিকেশন

নতুন রিয়েলমি বাডস এয়ার ৩ ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের স্পেসিফিকেশনগুলি পূর্বসূরির তুলনায় অনেকটাই আপগ্রেড। সেক্ষেত্রে, সংস্থার অডিও লাইনআপে সংযুক্ত এই নয়া ইয়ারফোনটি টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) সার্টিফায়েড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন (ANC) ফিচার অফার করে, যা ৪২ ডিসেবল পর্যন্ত বাহ্যিক নয়েজ কমাতে সক্ষম। উৎকর্ষমানের সাউন্ড অফার করার জন্য এই অডিও ডিভাইসে ১০মিমি দৈর্ঘ্যের ডায়নামিক বেস বুস্ট ড্রাইভার আছে। তদুপরি, দুটি মাইক্রোফোন এবং ট্রান্সপারেন্সি মোড সহ এসেছে উক্ত মডেলটি। এই মোড ব্যবহারকারীদের গান শোনার সময় তাদের আশেপাশের বিষয়ে সচেতন হতে সাহায্য করবে।

এছাড়া, Realme Buds Air 3 TWS ইয়ারফোনে দ্রুত সংযোগের জন্য ব্লুটুথ ভি৫.২ উপস্থিত। আর, ডিভাইসে সমন্বিত 'গুগল ফাস্ট পেয়ার' ফিচারের সাহায্যে একই সময়ে দুটি ডিভাইসকে একত্রে সংযুক্ত করা যাবে ইয়ারফোনে সাথে। প্রসঙ্গত, এতে মোবাইল গেমিংয়ের জন্য ৮৮ মিলিসেকেন্ডের প্রতিক্রিয়া বিলম্ব সহ সুপার লো-লেটেন্সি মোড থাকবে, যা পূর্বসূরির থেকেও ৩৫% কম বলে সংস্থার দাবি। সর্বোপরি, ৩তম প্রজন্মের এই রিয়েলমি ইয়ার বাডস, একক চার্জে মোট ৩০ ঘন্টার এবং ১০ মিনিটের স্বল্প চার্জে ১০০ মিনিট পর্যন্ত প্লেব্যাক অফার করতে পারবে বলে দাবি করেছে সংস্থা। Realme Buds Air 3 ঘাম এবং জল প্রতিরোধের জন্য IPX5 রেটিং সহ এসেছে। এটির, পরিমাপ ৬৪.৫x৪৮.৩x২৪.৩ মিমি এবং চার্জিং কেসের ওজন ৩৭ গ্রাম। যেখানে কিনা বাডস দুটির স্বতন্ত্র ওজন থাকছে ৪.২ গ্রাম।

Realme Smart TV Stick স্পেসিফিকেশন

ফ্লিপকার্টের মাধ্যমে ফাঁস হওয়া লিক অনুসারে, রিয়েলমি স্মার্ট টিভি স্টিক ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ টিভি অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। আর, ৬০ এফপিএস-এ (ফ্রেম পার সেকেন্ড) রেটে ফুল এইচডি রেজোলিউশন পিকচার কোয়ালিটি অফার করবে, যা HDR10+ সাপোর্ট করে। আসন্ন টিভি স্টিকটি নামহীন কোয়াড কোর প্রসেসর সহ এসেছে। আর স্টোরেজ হিসাবে এতে ১ জিবি র‍্যাম ও ৮ জিবি রম পাওয়া যাবে। আবার এর সাথে ব্লুটুথ এনাবল ভয়েস কন্ট্রোল রিমোর্ট পাওয়া যাবে।

কানেক্টিভিটির জন্য এই নতুন স্ট্রিমিং ডিভাইসটিতে, একটি এইচডিএমআই ১.৪ পোর্ট এবং মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে। এতে নেটফ্লিক্স, ইউটিউব এবং প্রাইম ভিডিওর মতো একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যাক্সেস করতে পারবেন ইউজাররা। এছাড়া, গুগল প্লে স্টোর, গুগল অ্যাসিস্টেন্ট এবং ইন-বিল্ট ক্রোমকাস্ট সমর্থন করে রিয়েলমি আনীত এই ডিভাইসটি।

Show Full Article
Next Story