১৬০০ টাকা সস্তা হল Realme C30, মাত্র ৬৪০০ টাকায় বাড়ি নিয়ে যান
আপনি কি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন খোঁজ করছেন? বা আপনি কি Airtel সিম ব্যবহার করেন? তাহলে আপনার জন্য সুখবর। আসলে...আপনি কি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন খোঁজ করছেন? বা আপনি কি Airtel সিম ব্যবহার করেন? তাহলে আপনার জন্য সুখবর। আসলে Flipkart সম্প্রতি Realme C30 ফোনের উপর লোভনীয় অফারের ঘোষণা করেছে। তবে আপনার কাছে যদি Airtel সিম থাকে, তাহলে লাভের লাভের পরিমাণ হবে প্রায় দ্বিগুণ। কিভাবে? আসুন Realme C30 ফোনের উপর কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।
Realme C30 Locked Airtel Prepaid এর দাম ও অফার
সাধারণভাবে রিয়েলমি সি৩০ ফোনের ২ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৯৯৯ টাকা। আবার ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা। তবে Flipkart এখন HDFC ব্যাংকের কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে, এর দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের উপর ১,০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে।
শুধু তাই নয়, আপনি যদি রিয়েলমি সি৩০ ফোনের সাথে Airtel সিম ব্যবহার করেন তাহলে ৬০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। তবে মনে রাখবেন, এরজন্য আপনাকে কমপক্ষে ১৫ মাস সিমটি ব্যবহার করতে হবে এবং প্রতিমাসে ১৯৯ টাকা বা তার বেশি মূল্যের প্ল্যান রিচার্জ করতে হবে।
Realme C30 এর স্পেসিফিকেশন, ফিচার
ডুয়েল সিমের Realme C30 ফোনের সামনে দেখা যাবে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস IPS ডিসপ্লে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ওয়াটার ড্রপ নচ ডিজাইনের এই ডিসপ্লের কাট আউটের মধ্যে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আবার ফোনটির পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের জন্য ডিভাইসে ব্যবহার করা হয়েছে ১২এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা-কোর ইউনিসক টি৬১২ (Unisoc T612) প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য Realme C30 ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে ১০ওয়াট চার্জিং স্পিড সমর্থন করে। আর সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি একক চার্জে পুরো একদিন পর্যন্ত ডিভাইসকে সক্রিয় রাখবে।