Realme C33 পাওয়া যাবে 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে, দেখা গেল Geekbench-এ
গতবছর সেপ্টেম্বর মাসে রিয়েলমি ভারতের বাজারে তাদের বাজেট-রেঞ্জের স্মার্টফোন, Realme C33 লঞ্চ করেছিল। এই হ্যান্ডসেটটি...গতবছর সেপ্টেম্বর মাসে রিয়েলমি ভারতের বাজারে তাদের বাজেট-রেঞ্জের স্মার্টফোন, Realme C33 লঞ্চ করেছিল। এই হ্যান্ডসেটটি বর্তমানে ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ- এই দুই বিকল্পে উপলব্ধ। তবে, শোনা যাচ্ছে যে ব্র্যান্ডটি শীঘ্রই ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য বাজারে Realme C33-এর একটি ১২৮ জিবি স্টোরেজ সংস্করণ লঞ্চ করবে। ডিভাইসটি ইতিমধ্যেই RMX3627 মডেল নম্বর এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। আর এখন, এই একই ফোনকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে স্পট করা হয়েছে। আসুন এই বেঞ্চমার্ক সাইটের এর লিস্টিং থেকে আপকামিং ডিভাইসটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Realme C33-এর ১২৮ জিবি স্টোরেজ সংস্করণকে দেখা গেল Geekbench ডেটাবেসে
RMX3627 মডেল নম্বর সহ রিয়েলমি সি৩৩-এর নতুন ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি গিকবেঞ্চ ৫ (Geekbench 5) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি নিশ্চিত করেছে যে, ফোনটিতে সর্বোচ্চ ১.৮২ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি সহ একটি অক্টা-কোর প্রসেসর থাকবে। অনুমান করা হচ্ছে, রিয়েলমি সি৩৩-এর ১২৮ জিবি সংস্করণটি ইউনিসক টি৬১২ প্রসেসর দ্বারা চালিত হবে, যা বর্তমান রিয়েলমি সি৩৩ মডেলের অনুরূপ। এছাড়াও, বেঞ্চমার্ক তালিকা থেকে জানা গেছে যে ফোনটি ৪ জিবি র্যাম সহ আসবে এবং অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, ফোনটি গিকবেঞ্চ ৫-এর সিঙ্গেল-কোর টেস্টে ২৭৪ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,২৬৯ পয়েন্ট অর্জন করেছে।
Realme C33-এর স্পেসিফিকেশন
গত বছর সেপ্টেম্বর মাসে এদেশে লঞ্চ হওয়া Realme C33-এ ৬.৫ ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার অ্যাস্পেক্ট রেশিও ২০:৯। ডিভাইসটি ইউনিসক টি৬১২ চিপসেট দ্বারা চালিত, যা সর্বাধিক ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। তবে, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ প্রসারিত করা সম্ভব।
ফটোগ্রাফির ক্ষেত্রে, Realme C33-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করছে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, C33 শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।
এছাড়াও, Realme C33 একটি ইউএসবি-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০ এবং জিপিএস-এর মতো বিভিন্ন কানেক্টিভিটি অপশনগুলি অফার করে৷ এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে। পরিশেষে, Realme C33 তিনটি কালার অপশনে উপলব্ধ: অ্যাকোয়া ব্লু, নাইট সি এবং স্যান্ডি গোল্ড।