অল্প দামে 50MP ক্যামেরা, 33W ফাস্ট চার্জিং, শক্তিশালী ক্যামেরা Realme-র ধামাকা ফোনে

কয়েক সপ্তাহ আগে তাইওয়ানে লঞ্চ হওয়ার পরে, Realme C51 স্মার্টফোনটিকে আফ্রিকার অফিসিয়াল রিয়েলমি ওয়েবসাইটে তালিকাভুক্ত...
Ananya Sarkar 21 Aug 2023 6:17 PM IST

কয়েক সপ্তাহ আগে তাইওয়ানে লঞ্চ হওয়ার পরে, Realme C51 স্মার্টফোনটিকে আফ্রিকার অফিসিয়াল রিয়েলমি ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। ব্র্যান্ডটি ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে এই নতুন C-সিরিজ ফোনটিকে নিয়ে আসার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই জানানো হয়েছে যে, নতুন স্মার্টফোনটি খুব শীঘ্রই ভারতেও লঞ্চ হবে। কার্বন ব্ল্যাক এবং মিন্ট গ্রিন কালারে উপলব্ধ Realme C51-এর দাম ভারতে ১০,০০০ টাকারও কম বলে শোনা যাচ্ছে। আসুন তাহলে রিয়েলমির আসন্ন বাজেট স্মার্টফোনের ডিজাইন, সমস্ত স্পেসিফিকেশন এবং মূল্য সম্পর্কে সবিস্তারে নেওয়া যাক।

Realme C51-এর স্পেসিফিকেশন এবং ফিচার

রিয়েলমি সি৫১-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৫৬০ হার্টজ পর্যন্ত পিক ব্রাইটনেস সহ ৬.৭ ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি স্ক্রিন রয়েছে। স্মার্টফোনটি মালি-জি৫৭ জিপিইউ সহ ১২ ন্যানোমিটারের ইউনিসক টি৬১২ অক্টা-কোর প্রসেসরের সাথে এসেছে। এটি আফ্রিকাতে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ তালিকাভুক্ত হলেও, তাইওয়ানে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে যে, রিয়েলমি সি৫১ ভারতে ৪ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সহ ৪ জিবি ফিজিক্যাল র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট সহ ৬৪ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে।

ক্যামেরার ক্ষেত্রে, রিয়েলমি সি৫১-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ডেপ্থ সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে পোর্ট্রেট মোড, বিউটি মোড, এইচডিআর, ফেস রিকগনিশন, ফিল্টার, বোকেহ ইফেক্ট কন্ট্রোলের মতো একগুচ্ছ ফটোগ্রাফি ফিচার সহ একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Realme C51-কে শক্তি ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি যা ৩৩ ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, ফোনটির কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ডুয়েল ৪জি ভিওএলটিই, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস, গ্লোনাস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। নিরাপত্তার জন্য, Realme C51-এ সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। স্মার্টফোনটির ওজন ১৮৬ গ্রাম এবং পরিমাপ ১৬৭.২×৭৬.৭×৭.৯৯ মিলিমিটার।

আফ্রিকা এবং তাইওয়ানে Realme C51 এর দাম

বর্তমানে, কোম্পানির আফ্রিকান ওয়েবসাইটে তালিকাভুক্ত Realme C51-এর একমাত্র ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম প্রকাশ করা হয়নি। যদিও, তাইওয়ানে ফোনটির ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৩,৯৯০ তাইওয়ান ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০,৪৩০ টাকা। Realme C51 কবে এদেশে পা রাখবে, সে সম্পর্কে রিয়েলমির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Show Full Article
Next Story