প্রথম সেল, লোভনীয় অফারে 50MP ক্যামেরা ও 8GB র‍্যামের Realme C51 কিনুন মাত্র 8499 টাকায়

অত্যন্ত অল্প সময়ের মধ্যে Realme ভারতের বাজারে নিজের একটা বড় জায়গা করে নিয়েছে। টেক-লাইফ ব্র্যান্ড হিসেবে পরিচিত এই সংস্থার বাজেট রেঞ্জের বা ‘C’ সিরিজের স্মার্টফোনগুলি…

অত্যন্ত অল্প সময়ের মধ্যে Realme ভারতের বাজারে নিজের একটা বড় জায়গা করে নিয়েছে। টেক-লাইফ ব্র্যান্ড হিসেবে পরিচিত এই সংস্থার বাজেট রেঞ্জের বা ‘C’ সিরিজের স্মার্টফোনগুলি এদেশের প্রচুর সংখ্যক মানুষের পছন্দের তালিকায় আছে। সেই কারণে Realme-ও ক্রমাগত এই সিরিজের অধীনে নতুন মডেল যুক্ত করতে থাকে। যেমন, সম্প্রতি তারা নতুন Realme C51 মডেল লঞ্চ করেছে, যাতে iPhone-এর মতো ক্যামেরা ডিজাইন, বিশাল বড় ব্যাটারি, আকর্ষণীয় ক্যামেরা, মিনি ক্যাপসুল ফিচার ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে।

আর এই নতুন ফোনের প্রথম সেল শুরু হবে আজ ১১ই সেপ্টেম্বর, দুপুর ১২টায়। সেক্ষেত্রে আজকের এই ফার্স্ট সেলেই আপনি Realme C51 খানিকটা কম দামে কিনতে পারবেন, কারণ এর সাথে বিশেষ লঞ্চ অফার পাওয়া যাবে। আসুন Realme C51-এর দাম, অফার, লভ্যতা, ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Realme C51-এর মূল্য, অফার এবং প্রাপ্যতা

রিয়েলমি সি৫১ স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। তবে আজকের প্রথম সেলে আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে, এর দামের ওপর ৫০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ এই রিয়েলমি ফোন কেনার জন্য আপনাকে ব্যয় করতে হবে ৮,৪৯৯ টাকা।

উল্লেখ্য, রিয়েলমি সি৫১ কোম্পানির ওয়েবসাইট ছাড়াও জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে। এটি মিন্ট গ্রিন এবং কার্বন ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।

Realme C51-এর স্পেসিফিকেশন

Realme C51 ডিভাইসে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৫৬০ নিটস পিক ব্রাইটনেসসহ ৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে ইউনিসক টি৬১২ প্রসেসর, যার সাথে মিলবে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা। এক্ষেত্রে ভার্চুয়াল র‍্যাম ফিচারের মাধ্যমে ফোনের র‍্যাম ক্যাপাসিটি আরও ৪ জিবি এবং এক্সটার্নাল মেমরি কার্ডের সাহায্যে স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা পাবেন।

আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৩৩ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া ফটোগ্রাফির জন্য Realme C51 হ্যান্ডসেটে আইফোন সদৃশ ৫০ মেগাপিক্সেল এআই (AI) প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। সাথে আছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন