সস্তায় সেরা ফোন! Realme C51 লঞ্চ হবে এই তারিখে, দাম কত হবে জেনে নিন

রিয়েলমি বর্তমানে তাদের জনপ্রিয় ও বাজেট-ফ্রেন্ডলি C-সিরিজের অধীনে Realme C51 নামে একটি নতুন স্মার্টফোন ভারতীয় বাজারে...
Ananya Sarkar 29 Aug 2023 4:04 PM IST

রিয়েলমি বর্তমানে তাদের জনপ্রিয় ও বাজেট-ফ্রেন্ডলি C-সিরিজের অধীনে Realme C51 নামে একটি নতুন স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। হ্যান্ডসেটটি ইতিমধ্যে তাইওয়ান এবং ইন্দোনেশিয়া সহ বিশ্বের বেশ কিছু দেশে আত্মপ্রকাশ করেছে। আর এখন রিয়েলমি অবশেষে ভারতের জন্য Realme C51-এর লঞ্চের তারিখ এবং সময়সূচী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। আগামী মাসের শুরুতেই এদেশের বাজারে পা রাখতে চলেছে এই আপকামিং রিয়েলমি হ্যান্ডসেটটি।

Realme C51 ভারতে আসছে আগামী মাসের শুরুতেই

রিয়েলমির ভারতীয় শাখা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে একটি টিজার শেয়ার করে নিশ্চিত করছে যে, রিয়েলমি সি৫১ স্মার্টফোনটি আগামী ৪ সেপ্টেম্বর, দুপুর ১২ টায় ভারতীয় বাজারে উন্মোচিত হবে। এই ফোনের ডিজিট্যাল লঞ্চটি রিয়েলমির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে করা হবে। টিজারে লঞ্চের সময়সূচি ছাড়া আর কোনও তথ্য প্রকাশ না করা হলেও, রিয়েলমি সি৫১ যেহেতু ইতিমধ্যেই বিভিন্ন বাজারে উপলব্ধ রয়েছে, তাই এর স্পেসিফিকেশনগুলি আর অজানা নেই। আসুন এগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যায়।

Realme C51-এর স্পেসিফিকেশন

স্মার্টফোনটিতে এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি ৫৬০ নিটের পিক ব্রাইটনেস প্রদান করে। রিয়েলমি সি৫১-এ ১২ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত ইউনিসক টি৬১২ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা গ্রাফিক্সের জন্য মালি-জি৫৭ জিপিইউ-এর সাথে যুক্ত রয়েছে। ফোনটিতে ৪ জিবি এলপিডিআর৪এক্স র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যায়। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির মেমরি ২ টিবি পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব।

ক্যামেরার ক্ষেত্রে, Realme C51-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ডেপ্থ সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme C51-এ ৩৩ ওয়াট সুপারভুক (SueprVOOC) ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান।

এছাড়া, স্মার্টফোনটির সংযোগ বিকল্পে অন্তর্ভুক্ত রয়েছে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, গ্লোনাস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। নিরাপত্তার জন্য, Realme C51-এ একটি সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। পরিশেষে, ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট সহ ডুয়েল-সিম স্মার্টফোনটির উভয় স্লটে ন্যানো-সিম সাপোর্ট করে।

উল্লেখ্য, তাইওয়ানে স্মার্টফোনটি মিন্ট গ্রিন এবং কার্বন ব্ল্যাক কালারে লঞ্চ করা হয়েছে। এর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ৩,৯৯০ নিউ তাইওয়ান ডলার (প্রায় ১০,৪৩০ টাকা)। আশা করা যায় ফোনটি ভারতের বাজারেও অনুরূপ মূল্যে পাওয়া যাবে।

Show Full Article
Next Story