লঞ্চের আগে ফ্লিপকার্টে এল Realme C51, সস্তা ফোনে পাবেন Apple iPhone-এর মতো ফিচার
Realme C51 ভারতে লঞ্চ হতে চলেছে ৪ সেপ্টেম্বর। এই ফোনে অ্যাপল আইফোনের ডায়নামিক নচের অনুরূপ মিনি ক্যাপসুল ফিচার থাকবে।...Realme C51 ভারতে লঞ্চ হতে চলেছে ৪ সেপ্টেম্বর। এই ফোনে অ্যাপল আইফোনের ডায়নামিক নচের অনুরূপ মিনি ক্যাপসুল ফিচার থাকবে। ভারতে এই ডিভাইসটি ই-কমার্স সাইট Flipkart থেকে পাওয়া যাবে। লঞ্চের আগে শপিং সাইটটি Realme C51 এর জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। এখান থেকে ফোনটির কিছু ফিচার সামনে এসেছে।
উল্লেখ্য, গত মাসে তাইওয়ানে প্রথম আত্মপ্রকাশ করে রিয়েলমি সি৫১। এই ফোনে ইউনিসক প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার এই এন্ট্রি লেভেল স্মার্টফোনে মিনি ক্যাপসুল ফিচারসহ ৯০ হার্টজ রিফ্রেশ রেটের এলসিডি ডিসপ্লে উপস্থিত। এছাড়া এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ এসেছে। ফ্লিপকার্ট থেকেও এই তথ্যগুলি জানা গেছে।
মিনি ক্যাপসুল ফিচারের কি সুবিধা
Realme C51-এর মাইক্রোসাইটে ফোনটির সামনের ডিজাইন প্রকাশ করা হয়েছে, যা মিনি-ক্যাপসুল ফিচারের সাথে ইউ-শেপ নচ ডিসপ্লে নিশ্চিত করেছে। মিনি ক্যাপসুল ফিচারটি চলতি বছরের শুরুতে Realme C55 এর সাথে নিয়ে আসা হয়েছিল। এটি কিছুটা অ্যাপল আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতোই কাজ করে। মিনি-ক্যাপসুল ফিচারটি ব্যবহারকারীদের চার্জিং স্ট্যাটাস, ব্যাটারির স্থিতি, ডেটা ব্যবহারের স্থিতি এবং কিছু ফিটনেস ডেটা দেখতে দেয়।
Realme C51 এর গ্লোবাল ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন
Realme C51-এর গ্লোবাল ভ্যারিয়েন্টে আছে ৬.৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যা এইচডি প্লাস (১৬০০ × ৭২০ পিক্সেল) রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্জ টাচ স্যাম্পলিং রেট, ৫৬০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। এতে ইউনিসক টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্লোবাল মার্কেটে ডিভাইসটি ৪ জিবি ফিজিক্যাল র্যাম, ৪ জিবি ডায়নামিক র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে।
ফোনটি রিয়েলমি ইউআইটি অপারেটিং সিস্টেমে চলবে। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ডেপথ সেন্সর ও এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য এতে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট।