Realme C51: ডিজাইন থেকে ফিচার, চমকের ছড়াছড়ি, সস্তায় দুর্দান্ত ফোন আনছে রিয়েলমি
রিয়েলমি সম্প্রতি C-সিরিজের নতুন স্মার্টফোন হিসাবে Realme C53 ভারতে লঞ্চ করেছে। ডিভাইসটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি...রিয়েলমি সম্প্রতি C-সিরিজের নতুন স্মার্টফোন হিসাবে Realme C53 ভারতে লঞ্চ করেছে। ডিভাইসটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৯০ হার্টজের আইপিএস এলসিডি সহ এসেছে। এখন ভারতে এটিই একমাত্র ফোন যা ১০,০০০ টাকারও কম মূল্যে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা অফার করে। রিয়েলমি শীঘ্রই বিভিন্ন দেশে C51 নামে আরেকটি C-সিরিজের মডেল লঞ্চেহ প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। সংস্থা কিছু না বললেও এক টিপস্টার হ্যান্ডসেটটির ডিজাইন এবং কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। ছবিগুলি ফোনের দুটি কালার অপশনও প্রদর্শন করে। আসুন তাহলে Realme C51 সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।
ফাঁস হল Realme C51-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন
রিয়েলমি সি৫১ ভারতে লঞ্চ করা হলে দাম ১০,০০০ টাকার নীচে থাকবে বলে মনে করা হচ্ছে। টিপস্টার পারস গুগলানি ফোনটির ডিজাইন রেন্ডার ফাঁস করেছেন। রিয়েলশি সি৫১-এ গোলাকার কোণ সহ ফ্ল্যাট ফ্রেমের ডিজাইন দেখা যাবে৷ ডিভাইসটি দুটি কালারে লঞ্চ হতে পারে - সায়ান ব্লু এবং ব্ল্যাক। উভয় ভ্যারিয়েন্টের পিছনে ডুয়েল-টোন ফিনিশ রয়েছে। রিয়ার প্যানেলের ওপরের অংশে ক্যামেরা মডিউলের চারপাশে একটি গ্লসি ফিনিশ দেখা গেছে, আর পিছনের প্যানেলের বাকি অংশটি ম্যাট।
রিয়েলমি সি৫১-এর পিছনে তিনটি বৃত্তাকার কাটআউট অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে দুটি ডুয়েল-ক্যামেরা সেটআপের জন্য, আর তৃতীয়টি এলইডি ফ্ল্যাশ মডিউলের জন্য। ফোনের ডান প্রান্তে পাওয়ার এবং ভলিউম বাটনগুলি রয়েছে এবং বাম প্রান্তে সিম ট্রে রাখার জায়গা আছে। রিয়েলমি সি৫১-এর ফ্রন্ট ক্যামেরার জন্য ডিসপ্লের ওপরের দিকে একটি ওয়াটারড্রপ নচ রয়েছে।
ফোনটির ডিসপ্লের চারপাশের বেজেলগুলিও মোটামুটি স্লিম। ইমেজগুলি এই ফোনের স্ক্রিনে মিনি ক্যাপসুল ফিচারটিও দেখিয়েছে, যা সম্প্রতি বেশ কয়েকটি রিয়েলমি স্মার্টফোনে পাওয়া গেছে। ব্যবহারকারীরা এর সাহায্যে তাদের স্টেপ কাউন্ট, ব্যাটারি চার্জিং পার্সেন্টেজ এবং ডেটা ইউসেজ ট্র্যাক করতে সক্ষম হবেন।
এছাড়াও, পারস গুগলানি ফোনটির কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করেছেন। টিপস্টার দাবি করেছেন যে, Realme C51 ফোনটি ৮ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ লঞ্চ হবে। কনফিগারেশনটি কিছুটা অদ্ভুত বলে মনে হতে পারে, তবে রিয়েলমি ইদানিং যেভাবে উচ্চতর র্যাম অপশনগুলির সাথে তাদের ফোনগুলি লঞ্চ করছে তা বিবেচনা করে, এটি খুব একটা আশ্চর্যজনক হবে না। আর মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে স্টোরেজ প্রসারিত করার বিকল্পও এতে থাকতে পারে।
টিপস্টার আরও দাবি করেছেন যে, Realme C51 হ্যান্ডসেটটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং এতে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে। সম্প্রতি কয়েকটি অনলাইন সার্টিফিকেশনের মাধ্যমে একই তথ্য নিশ্চিত করা হয়েছে। অনুমান করা যায় যে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এবং এর ওপর রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনের একটি স্তর থাকবে। এগুলি ছাড়া, Realme C51-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি এই মুহূর্তে অজানাই রয়েছে।