8 হাজার টাকা কমে কিনুন দ্রুত চার্জিং ও 50 মেগাপিক্সেল ক্যামেরার Realme C50, দেখে নিন অফার

আপনি যদি কম দামে সুপার ফাস্ট চার্জিং সহ একটি বাজেট ফোন কিনতে চান, তাহলে ফ্লিপকার্টে আপনার জন্য সেরা অফার রয়েছে। এই ডিলে...
techgup 13 Nov 2023 2:18 PM IST

আপনি যদি কম দামে সুপার ফাস্ট চার্জিং সহ একটি বাজেট ফোন কিনতে চান, তাহলে ফ্লিপকার্টে আপনার জন্য সেরা অফার রয়েছে। এই ডিলে এমআরপি থেকে খুব কম দামে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ আসা Realme C51 স্মার্টফোন কিনতে পারবেন। এই ফোনের ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১০,৯৯৯ টাকা হলেও, এটি এখন পাওয়া যাচ্ছে ২৭% ডিসকাউন্টে। ছাড়ের পর এর দাম নেমে এসেছে ৭,৯৯৯ টাকায়।

আবার Realme C51 এর উপর ৬,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। তবে এই এক্সচেঞ্জ অফার আপনার পুরানো ফোন, ব্র্যান্ড, অঞ্চল পিনকোড এবং কোম্পানির নীতির অবস্থার উপর নির্ভর করবে। এছাড়া আপনার কাছে যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড থাকে তবে আপনি ৫% ক্যাশব্যাক পাবেন।

Realme C51 এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি সি৫১ স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ এবং ব্রাইটনেস ৫৬০ নিট পর্যন্ত। প্রসেসর হিসেবে এতে পাবেন ইউনিসক টি৬১২। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে আপনি এই ফোনের মেমোরি ২ টিবি পর্যন্ত বাড়াতে পারবেন।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি সি৫১ ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা বর্তমান, যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে পাবেন ৫ মেগাপিক্সেলের এআই ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme C51 ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে চলে।

Show Full Article
Next Story