Realme C63: রিয়েলমি সি63 ফোনে থাকবে NFC ও 45W ফাস্ট চার্জিং ফিচার, লঞ্চ শীঘ্রই
রিয়েলমি তাদের C-সিরিজে ফোনের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে। যার মধ্যে অন্যতম Realme C63 সম্পর্কে...রিয়েলমি তাদের C-সিরিজে ফোনের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে। যার মধ্যে অন্যতম Realme C63 সম্পর্কে ইতিমধ্যেই একাধিক তথ্য সামনে এসেছে। ফোনটিকে সম্প্রতি ইন্দোনেশিয়া টেলিকম (Indonesia Telecom) সার্টিফিকেশন সাইটে স্পট করা গিয়েছিল। পাশাপাশি Realme C63 টিইউভি (TUV), ইউরোপের ইইসি (EEC) এবং ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN)-এর মতো প্ল্যাটফর্ম থেকেও অনুমোদন লাভ করেছে। আর আজ মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে ফোনটিকে। এই লিস্টিংটি Realme C63 সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করলো, আসুন জেনে নেওয়া যাক।
Realme C63 পেল FCC-এর অনুমোদন
RMX3939 মডেল নম্বর সহ রিয়েলমি সি63 ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের ডেটাবেসে হাজির হয়েছে। এফসিসি সার্টিফিকেশনের থেকে জানা গেছে যে, ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে চলবে। এটি আরও প্রকাশ করেছে যে, ডিভাইসটি দুটি ভিন্ন উপকরণের সাথে আসবে - প্লেট (সম্ভবত প্লাস্টিক) এবং ভিগান লেদার। প্রথম সংস্করণটির ওজন হবে 189 গ্রাম এবং এর পরিমাপ 167.26 x 76.67 x 7.74 মিলিমিটার হতে পারে। অন্যদিকে, ভিগান লেদার অপশনটির ওজন হবে 191 গ্রাম এবং মাত্রা 167.26 x 76.67 x 7.79 মিলিমিটার।
এছাড়াও, এফসিসি লিস্টিং থেকে জানা গেছে যে, রিয়েলমি সি63-এ 5,000 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে এবং এটি 45 ওয়াট সুপারভুক (SuperVOOC) চার্জিং সাপোর্ট করবে। এটি আরও নিশ্চিত করেছে যে, হ্যান্ডসেটটিতে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সাপোর্ট থাকবে। এটি গত বছর ভারতে লঞ্চ হওয়া রিয়েলমি সি53-এর উত্তরসূরি হিসেবে আসতে চলেছে।
জানিয়ে রাখি, Realme C63-কে সম্প্রতি ক্যামেরা এফভি-5 ডাটাবেসেও নথিভুক্ত করা হয়েছে। এর তালিকা অনুসারে, হ্যান্ডসেটটিতে 35 মিমি সমতুল্য ফোকাল লেন্থ, এফ/1.8 অ্যাপারচার এবং 4,096 × 3,072 পিক্সেলের সর্বাধিক পিকচার রেজোলিউশন সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। এছাড়াও, এটি এফ/1.8 অ্যাপারচার সমন্বিত একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সাথে আসবে।