Realme C53 ট্রেন্ডিং ডিজাইন ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে, লঞ্চের আগে অনেক তথ্য ফাঁস

Realme বর্তমানে একটি নতুন C-সিরিজের স্মার্টফোনের উপর কাজ করছে, যা Realme C53 নামে লঞ্চ হতে পারে। এই ডিভাইসটিকে ইতিমধ্যেই ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মতো…

Realme বর্তমানে একটি নতুন C-সিরিজের স্মার্টফোনের উপর কাজ করছে, যা Realme C53 নামে লঞ্চ হতে পারে। এই ডিভাইসটিকে ইতিমধ্যেই ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মতো বিভিন্ন দেশের সার্টিফিকেশন ওয়েবসাইটে RMX3760 মডেল নম্বরের সাথে তালিকাভুক্ত হতে দেখা গেছে। যার দরুন এই ফোনকে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে একাধিক আঞ্চলিক বাজারে উন্মোচন করা হবে বলে অনুমান করছি আমরা। আজ আবার Realme C53 স্মার্টফোনের রেন্ডার এবং স্পেসিফিকেশনও অনলাইনে ফাঁস হয়েছে। যার দরুন এর – ডিসপ্লে ফিচার থেকে শুরু করে ক্যামেরা ও ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কিত যাবতীয় তথ্য সামনে এসেছে।

Realme C53 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

অ্যাপুয়ালস (Appuals) -এর লেটেস্ট রিপোর্ট অনুসারে, রিয়েলমি সি৫৩ স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭৪-ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল দেওয়া হতে পারে। এটি ইউনিসক টি৬১২ (Unisoc T612) চিপসেট দ্বারা চালিত হবে। আর ফোনটি ৬ জিবি LPDDR4x র‌্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 মেমরি সহ পাওয়া যাবে। আবার এতে ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম এবং মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে। আর পাওয়ার ব্যাকআপের জন্য আসন্ন এই ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Realme C53 স্মার্টফোনের সামনে হয়তো ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। ডিভাইসটির ব্যাক প্যানেলে ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ক্যামেরাগুলি – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ০.৩ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স হতে পারে। এছাড়া রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, এতে কানেক্টিভিটির জন্য – ডুয়াল 4G VoLTE স্লট, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত করা হবে। নিরাপত্তার জন্য মিলবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। Realme C53 ফ্লাট এজ ডিজাইন সহ আসবে এবং এটি ৭.৫৯ মিমি পুরু হবে।

তবে রিপোর্টে রিয়েলমি ব্র্যান্ডিংয়ের এই আপকামিং ডিভাইসটির দাম উল্লেখ নেই। যদিও আমাদের বিশ্বাস এটি ১০ হাজার টাকার রেঞ্জে আসবে।

প্রসঙ্গত, গত মাসে আত্মপ্রকাশ করেছিল Realme Narzo N55 স্মার্টফোনটি, যা বর্তমানে অ্যামাজনে বিক্রির জন্য উপলব্ধ। আর এর রিব্যান্ডেড ভার্সন Realme C55 পাওয়া যায় ফ্লিপকার্ট থেকে। আজ আবার Realme Narzo N53 ভারতে এসেছে এবং এটিও অ্যামাজন থেকে কেনা যাবে। সেক্ষেত্রে আসন্ন Realme Narzo C53 ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে বলেই আমাদের অনুমান।