Realme C53 মধ্যবিত্তের নাগালের মধ্যেই বাজারে আসছে, লঞ্চের আগে পেল SIRIM থেকে ছাড়পত্র

গতমাসে ভারতে লঞ্চ হয়েছে Realme C55। তবে শীঘ্রই আরও কয়েকটি C সিরিজের ফোন বাজারে আনছে সংস্থাটি। সম্প্রতি আসন্ন এই...
techgup 4 May 2023 12:45 PM IST

গতমাসে ভারতে লঞ্চ হয়েছে Realme C55। তবে শীঘ্রই আরও কয়েকটি C সিরিজের ফোন বাজারে আনছে সংস্থাটি। সম্প্রতি আসন্ন এই হ্যান্ডসেটটি দুটি সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র পেয়েছে। আর এই ফোনের নাম Realme C53। নাম দেখে মনে হচ্ছে এটি Realme C55 এর ডাউনগ্রেড ভার্সন হবে। আসুন Realme C53 সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

রিয়েলমি সি সিরিজের এই নয়া মডেলকে কয়েকদিন আগে থাইল্যান্ডের এনবিটিসি সার্টিফিকেশন সাইটে দেখা যায়। আজ আবার এটি এসআইআরআইএম (SIRIM) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। সব জায়গাতেই রিয়েলমি সি৫৩ ফোনটি RMX3760 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও কোনো সাইট থেকে এর স্পেসিফিকেশন জানা যায়নি।

এদিকে সম্প্রতি সামনে আসে যে চীনা ব্র্যান্ডটি চলতি মাসেই ভারতে Realme N53 নামে একটি ফোন লঞ্চ করতে চলেছে। এটি একটি 4G মডেল হবে। অনুমান করা হচ্ছে, এটি Realme C53 এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে। কারণ কোম্পানিটি এর আগে Realme C55 ও Realme N55 ভারতে এনেছে। আর এদের স্পেসিফিকেশনে কোনো পার্থক্য নেই।

তবে দুটি ডিভাইসই আলাদা আলাদা ই-কমার্স সাইটে বিক্রি হয়। আর্থাৎ Realme C55 পাওয়া যায় Flipkart থেকে। আর Amazon থেকে কেনা যাবে Realme N55। আসন্ন Realme C53 ও Realme C55 এর ক্ষেত্রেও একই বিষয় লক্ষ্য করা যেতে পারে।

Show Full Article
Next Story