Realme C53: 108MP ক্যামেরার সবচেয়ে সস্তা ফোনে হাজার টাকা ডিসকাউন্ট, রিয়েলমির বড় চমক

রিয়েলমি (Realme) আগামীকাল ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে তাদের C-সিরিজের পরবর্তী স্মার্টফোন, Realme C53। ইতিমধ্যেই...
Ananya Sarkar 18 July 2023 3:45 PM IST

রিয়েলমি (Realme) আগামীকাল ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে তাদের C-সিরিজের পরবর্তী স্মার্টফোন, Realme C53। ইতিমধ্যেই আসন্ন হ্যান্ডসেটটির ল্যান্ডিং পেজ রিয়েলমির ওয়েবসাইট ও ফ্লিপকার্ট (Flipkart)-এ লাইভ হয়েছে, যা এর বেশকিছু স্পেসিফিকেশন নিশ্চিত করেছে। আর এখন কোম্পানিটি Realme C53-এর 'আর্লি বার্ড সেল' বা প্রারম্ভিক সেলের বিষয়ে ঘোষণা করেছে। রিয়েলমির লেটেস্ট স্মার্টফোনটি ১০,০০০ টাকা বিভাগে প্রথম মডেল হতে চলেছে, যা বিশাল ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা অফার করবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক, এই আকর্ষণীয় বাজেট রেঞ্জের রিয়েলমি ফোনটির সেল সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করা হয়েছে।

Realme C53 আর্লি বার্ড সেলও আগামীকাল থেকেই শুরু হবে

রিয়েলমি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, ভারতে আগামীকাল, অর্থাৎ ১৯ জুলাই সন্ধ্যা ছটা থেকে রাত আটটার মধ্যে রিয়েলমি সি৫৩-এর আর্লি বার্ড সেল শুরু হবে। ডিভাইসটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টের সাইটে বিক্রির জন্য উপলব্ধ হবে। প্রারম্ভিক ক্রেতাদের জন্য, ব্র্যান্ডটি তাদের নতুন ফোনটির ৬ জিবি র‍্যাম + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দামের ওপর ১,০০০ টাকার ছাড় দেবে। আবার, আইসিআইসিআই (ICICI), এইচডিএফসি (HDFC) এবং এসবিআই (SBI) ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলিতে ইএমআই বিকল্পের পাশাপাশি কিছু ব্যাঙ্ক অফারও মিলবে৷

রিয়েলমি সি৫৩-এর স্পেসিফিকেশন সম্পর্কে এখনও খুব বেশি তথ্য সামনে আসেনি। তবে জানা গেছে যে, এতে ৭.৯৯ মিলিমিটার আল্ট্রা স্লিম শাইনি ডিজাইনের সাথে সামনের দিকে একটি ৯০ হার্টজ ডিসপ্লে থাকবে। সি৫৩ মডেলটি ১২ জিবি ডায়নামিক র‍্যাম সম্প্রসারণ এবং ১২৮ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ অফার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি এই ডিভাইসটিকে শক্তি যোগাবে এবং এটি ১৮ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

এছাড়াও, Realme C53-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে থাকবে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং অক্টা-কোর প্রসেসর। তাই যারা এই ফোনটি কিনতে আগ্রহী, তাদের আগামীকালের দুই ঘন্টার সেল উইন্ডোর জন্য প্রস্তুত থাকতে হবে।

Show Full Article
Next Story