রিয়েলমি সস্তায় দুই নতুন ফোন আনছে ভারতে, লঞ্চের আগেই স্টোরেজ ও কালার অপশন লিক
রিয়েলমি এই মুহূর্তে তাদের ফ্ল্যাগশিপ Realme GT 3 স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে এই...রিয়েলমি এই মুহূর্তে তাদের ফ্ল্যাগশিপ Realme GT 3 স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে এই হ্যান্ডসেটটির গ্লোবাল লঞ্চ ব্র্যান্ডের বর্তমান ফোকাস হলেও, তারা শীঘ্রই কয়েকটি বাজেট রেঞ্জের ফোনও লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি, বেশ কয়েকটি Realme C-সিরিজের হ্যান্ডসেটকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আর এখন দাবি করা হয়েছে যে, রিয়েলমি শীঘ্রই ভারতে Realme C55 এবং Realme C33 2023 লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। আসুন তাহলে এই দুই নয়া ফোন সম্পর্কে এখনও পর্যন্ত কি কি জানা গেছে, দেখে নেওয়া যাক।
Realme শীঘ্রই ভারতের বাজারে আনছে দুটি নতুন বাজেট রেঞ্জের স্মার্টফোন
রিয়েলমি শীঘ্রই ভারতীয় বাজারে দুটি নতুন বাজেট স্মার্টফোন আনতে চলেছে। একটি হবে দীর্ঘদিন জল্পনায় থাকা রিয়েলমি সি৫৫ এবং অন্যটি হবে রিয়েলমি সি৩৩ ২০২৩। দ্বিতীয় মডেলটি গত বছর লঞ্চ হওয়া রিয়েলমি সি৩৩-এর একটি রিফ্রেশ সংস্করণ হবে বলে অনুমান। নাম দেখে আন্দাজ করা যায়, সি৫৫ সম্ভবত দুটি ডিভাইসের মধ্যে বেশি প্রিমিয়াম হবে।
এর পাশাপাশি, রিপোর্টে দাবি করা হয়েছে রিয়েলমি সি৩৩ ২০২৩ অ্যাকোয়া ব্লু, নাইট সি এবং স্যান্ডি গোল্ড-এর মতো কালার অপশনে এদেশের বাজারে পা রাখবে। আর এটি ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। অন্যদিকে, রিয়েলমি সি৫৫ রেইনফরেস্ট, রেনি নাইট এবং সানশাওয়ার- এই তিনটি কালার অপশনে উপলব্ধ হতে পারে।
ওই রকম অভিনব নামে বাজারজাত করা হলেও, এগুলি আসলে সবুজ, কালো এবং কমলা রঙের হবে বলে আশা করা হচ্ছে। রিয়েলমি সি৫৫-ও ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলে পাওয়া যেতে পারে।
বর্তমানে, Realme C55 এবং Realme C33 2023-এর স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য এখনও সামনে আসেনি। তবে জানিয়ে রাখি, গত বছর সেপ্টেম্বর মাসে Realme C33 ফোনটিকে ভারতে একটি ৬.৬ ইঞ্চির এলসিডি প্যানেলের সাথে লঞ্চ করা হয়েছিল, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করে। ফোনটি ইউনিসক টি৬১২ প্রসেসর দ্বারা চালিত এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই-এর এস সংস্করণে (Realme UI S) রান করে।
ফটোগ্রাফির জন্য, Realme C33-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান৷ পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে একটি মাইক্রো ইউএসবি পোর্টে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।