Realme C55: iPhone 14 Pro-র ফিচার এবার আমজনতার জন্য, সস্তায় দুর্ধর্ষ ফোন লঞ্চ করে রিয়েলমির চমক
রিয়েলমি তাদের C-সিরিজের নতুন বাজেট মডেল হিসাবে Realme C55 আজ ইন্দোনেশিয়ার বাজারে (৭ ফেব্রুয়ারি) লঞ্চ করেছে।...রিয়েলমি তাদের C-সিরিজের নতুন বাজেট মডেল হিসাবে Realme C55 আজ ইন্দোনেশিয়ার বাজারে (৭ ফেব্রুয়ারি) লঞ্চ করেছে। স্মার্টফোনটি শীঘ্রই বিশ্বের অন্যান্য বাজারেও আসবে বলেও মনে করা হচ্ছে। Realme C55 এর বিশৈষ ফিচারগুলির মধ্যে রয়েছে আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G88 প্রসেসর, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
Realme C55: স্পেসিফিকেশন,ফিচার ও ডিজাইন
রিয়েলমি সি৫৫-কে অনেকটা রিয়েলমি ১০ ৪জি-এর মতো দেখতে। তবে এতে কিছু পরিবর্তনও করা হয়েছে। প্রথমত, সি৫৫-এর দুটি পৃথক ক্যামেরা রিং আকারে একটু বড় এবং ফ্রন্ট ক্যামেরার জন্য এতে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাট-আউট অবস্থান করছে। ডিভাইসটিতে ধাতু দিয়ে তৈরি ফ্ল্যাট এজ রয়েছে এবং পাওয়ার বাটনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে।
রিয়েলমি সি৫৫-এর সামনে ৬.৫২ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ৬৮০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। দামের পরিপ্রেক্ষিতে এই ফোনের বেজেলগুলি বেশ সরু। উল্লেখযোগ্যভাবে, রিয়েলমি এই ডিভাইসের স্ক্রিনে তাদের নতুন মিনি ক্যাপসুল ফিচারটিও অন্তর্ভুক্ত করেছে। এটি মূলত নোটিফিকেশন বারের একটি এক্সটেনশন এবংiPhone 14 Pro মডেলগুলির ডায়নামিক আইল্যান্ড ফিচারের অনুরূপ।
ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৮ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত এবং যা সর্বাধিক ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম রয়েছে এবং ২৫৬ জিবি পর্যন্ত ইএমএমসি ৫.১ স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। আবার অতিরিক্ত স্টোরেজের জন্য রিয়েলমি সি৫৫ একটি ডেডিকেটেড মাইক্রো-এসডি কার্ড স্লটও অফার করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) ইউজার ইন্টারফেসে রান করে।
ফটোগ্রাফির জন্য, Realme C55-এর ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সহায়ক সেন্সর দ্বারা গঠিত ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।
পাওয়ার ব্যাকআপের জন্য, Realme C55-এ ৩৩ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রো-এসডি কার্ড স্লট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং চার্জ করার জন্য একটি ইউএসবি ২.০ টাইপ-সি পোর্ট। Realme C55 মাত্র ৭.৮৯ মিলিমিটার পুরু। রিয়েলমির এই ফোনটি মসৃণ এবং কমপ্যাক্ট, তাই এটিকে সহজেই বহন করা যায়।
Realme C55-এর মূল্য এবং লভ্যতা
ইন্দোনেশিয়ার মার্কেটে Realme C55 দুটি কনফিগারেশনে লঞ্চ হয়েছে। বেস মডেলটি ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অফার করে। আর টপ-এন্ড মডেলটিতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
Realme C55-এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম রাখা হয়েছে ২৪,৯৯,০০০ রুপিয়াহ (প্রায় ১৩,২৮০ টাকা), যেখানে উচ্চতর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ২৯,৯৯,০০০ রুপিয়াহ (প্রায় ১৫,৯৪০ টাকা)। এটিকে রেনি নাইট এবং সান শাওয়ার-এই দুটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। Realme C55 আগামীকাল, ৮ মার্চ থেকে ইন্দোনেশিয়ায় কেনার জন্য উপলব্ধ হবে। এটি ভারতেও খুব শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা যায়।