আইফোনের মতো ডিসপ্লে ডিজাইন, Realme C55 ভারতে কত দামে কেনা যাবে দেখে নিন

ইন্দোনেশিয়া পর এবার ভারতের বাজারেও আত্মপ্রকাশ করতে চলেছে বহুল প্রতীক্ষিত বাজেট-বান্ধব স্মার্টফোন, Realme C55। সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই আসন্ন মডেলটির লঞ্চের তারিখ ২১শে মার্চ নির্ধারিত…

ইন্দোনেশিয়া পর এবার ভারতের বাজারেও আত্মপ্রকাশ করতে চলেছে বহুল প্রতীক্ষিত বাজেট-বান্ধব স্মার্টফোন, Realme C55। সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই আসন্ন মডেলটির লঞ্চের তারিখ ২১শে মার্চ নির্ধারিত করা হয়েছে। পূর্বে ফোনটির রেন্ডার ইমেজ লিক হওয়ায় আমরা জানতে পেরেছিলাম যে, ভারতেও এটি iPhone 14 Pro মডেলের অনুরূপ ডায়নামিক আইল্যান্ড-সদৃশ ডিসপ্লে নচ সহ আসবে। আবার আজ জনপ্রিয় টিপস্টার সুধাংশু আম্ভোরে (Sudhanshu Ambhore), Realme C55 -এর সম্পূর্ণ স্পেসিফিকেশন লঞ্চের আগেই ফাঁস করেছেন। পাশাপাশি ফোনটির দাম এবং সম্ভাব্য স্টোরেজ কনফিগারেশন সম্পর্কিত তথ্যও ফাঁস হয়েছে।

টিপস্টার প্রদত্ত রিপোর্ট অনুসারে, ভারতে আসন্ন রিয়েলমি সি৫৫ স্মার্টফোনকে তিনটি স্বতন্ত্র স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। যার মধ্যে বেস ভ্যারিয়েন্টটি ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ সহ আসবে। দ্বিতীয় ভ্যারিয়েন্ট ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অফার করবে। আর টপ-এন্ড বিকল্পকে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে। এক্ষেত্রে, রিয়েলমির সি-সিরিজ অধীনস্ত এই ফোনটির প্রারম্ভিক মূল্য ১০,০০০ টাকার সামান্য বেশি রাখা হতে পারে। আর ৮ জিবি র‍্যাম যুক্ত উচ্চতর ভ্যারিয়েন্টের দাম ২০,০০০ টাকার কম থাকবে বলে দাবি করেছেন টিপস্টার।

Realme C55 Price In India

Realme C55 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিয়েলমি সি৫৫ স্মার্টফোনের ভারতীয় সংস্করণে ৬.৫২-ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে দেওয়া হবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৬৮০ নিট পিক ব্রাইটনেস সমর্থন করবে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ-হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। আর ডিভাইসের প্যানেলে, LED ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর হতে পারে।

পারফরম্যান্সের জন্য Realme C55 স্মার্টফোনটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর এবং মালি জি৫২ গ্রাফিক্স ইউনিট সহ আসবে। স্টোরেজ হিসাবে পাওয়া যাবে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত রম। আবার ভার্চুয়াল র‍্যাম ফিচারের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজকে র‍্যামে পরিবর্তন করার বিকল্পও উপলব্ধ থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিন দ্বারা চালিত হবে।

কানেক্টিভিটির জন্য Realme C55 ফোনে – মাইক্রোএসডি কার্ড স্লট, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত থাকবে। নিরাপত্তার জন্য মিলবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ৩৩ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে।