Android-এ এমন ফিচার প্রথমবার, দেশবাসীর আক্ষেপ মিটিয়ে নতুন ফোন আনছে Realme

রিয়েলমি সম্প্রতি ইন্দোনেশিয়ার মার্কেটে তাদের লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন, Realme C55 লঞ্চ করেছে। প্রথম নজরে, স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় একে সাধারণ ফোন বলে মনে হয়। তবে…

রিয়েলমি সম্প্রতি ইন্দোনেশিয়ার মার্কেটে তাদের লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন, Realme C55 লঞ্চ করেছে। প্রথম নজরে, স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় একে সাধারণ ফোন বলে মনে হয়। তবে ডিসপ্লেটি অন করলে, এতে মিনি ক্যাপসুল (Realme Mini Capsule) নামে একটি আকর্ষণীয় ফিচার দেখতে পাওয়া যাবে। এটি Apple iPhone 14 সিরিজের Pro মডেলগুলিতে থাকা আকর্ষণীয় ‘ডায়নামিক আইল্যান্ড’ (Dynamic Island)-এর অনুরূপ একটি বৈশিষ্ট্য, যা বিভিন্ন অ্যালার্ট এবং ব্যাটারি স্ট্যাটাস-এর মতো নোটিফিকেশনগুলি দেখায়। ইন্দোনেশিয়ায় লঞ্চ করার পর, রিয়েলমি এখন ভারতে Realme C55 লঞ্চের ইঙ্গিত দেওয়া শুরু করেছে৷

Realme C55 শীঘ্রই আসছে ভারতের বাজারে

রিয়েলমি ভারতে রিয়েলমি সি৫৫-এর লঞ্চের জন্য টিজার প্রকাশ করতে শুরু করেছে। যদিও কোম্পানির তরফে হ্যান্ডসেটটির লঞ্চের তারিখ সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে রিয়েলমি এটা জানিয়েছে যে, ডিভাইসটি শীঘ্রই এদেশে আসছে। যেহেতু, এটি ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার মার্কেটে উপলব্ধ, তাই স্মার্টফোনটির সম্পর্কে আর কিছুই অজানা নেই।

রিয়েলমি সি৫৫-এর ভারতীয় মডেলটি একই ডিজাইন ও স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা যায়। এই মিড-রেঞ্জ হ্যান্ডসেটটি একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট যুক্ত ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসবে। আর এর রিয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। উল্লেখযোগ্যভাবে, রিয়েলমি সি৫৫-এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যটি হল, স্ক্রিনের ওপরে অবস্থিত নতুন মিনি ক্যাপসুল।

কোম্পানি দাবি করেছে যে, এই ইউজার-ফ্রেন্ডলি ফিচারটি লো ব্যাটারি লেভেল, চার্জিং স্টেটাস এবং ফোনে ডেটা ব্যবহারের পরিমাণ দেখানোর জন্য নোটিফিকেশন সরবরাহ করতে পারে। এছাড়া, এটি প্রতিদিনের স্টেপ কাউন্ট এবং হাঁটার দূরত্ব প্রদর্শন করতেও সক্ষম। তবে, স্টেপ কাউন্ট এবং ডেটা ইউসেজ ফিচারগুলি এখনই উপলব্ধ হবে না, এগুলি একটি আপডেটের মাধ্যমে কিছুদিন পরে রোল আউট করা হবে।

স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, Realme C55-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭২ ইঞ্চির ফুল-এইচডি+ স্ক্রিন রয়েছে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা ৬৮০ নিট। ডিভাইসটির সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর দ্বারা চালিত। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) ইউজার ইন্টারফেসে রান করে।

অন্যদিকে, ফটোগ্রাফির জন্য, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। সেলফির জন্য, ফোনটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর বর্তমান৷ সবশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Realme C55-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্ট করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন