Realme: চিতার মতো স্পিড! সোমবার দেশে চাম্পিয়ন স্মার্টফোন আনছে রিয়েলমি

জুন, জুলাইয়ের পর আগস্টেও বিভিন্ন নতুন স্মার্টফোন বাজারে আসার কথা ছিল। কোম্পানিদের কথামতো সেগুলি লঞ্চ হতে দেখা গিয়েছে। তবে অনেক সময় পর আগামী ক’দিন নতুন…

Realme C63 5G Launching In India Next Week

জুন, জুলাইয়ের পর আগস্টেও বিভিন্ন নতুন স্মার্টফোন বাজারে আসার কথা ছিল। কোম্পানিদের কথামতো সেগুলি লঞ্চ হতে দেখা গিয়েছে। তবে অনেক সময় পর আগামী ক’দিন নতুন কোনও ফোন রিলিজ হতে দেখা যাবে না। প্রতিবেদন লেখা পর্যন্ত, আগামী সপ্তাহে ভারতে একটাই স্মার্টফোন রিলিজ হতে চলেছে, আর সেটা হল রিয়েলমির (Realme)।

প্রতি মাসে বাজারে অন্তত একটা করে নতুন মডেল লঞ্চ করে থাকে রিয়েলমি। বিগত কয়েকটি ত্রৈমাসিকে এমনটাই হতে দেখা গিয়েছে। এই মাসে রিয়েলমি ১৩ প্রো ও রিয়েলমি ১৩ প্রো প্লাস প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ হয়েছে। আগামী সপ্তাহে ভারতে সংস্থার পরবর্তী ফোনটি অবশ্য বাজেট বিভাগে আসছে। এটি একটি এন্ট্রি লেভেল ৫জি স্মার্টফোন হবে।

Realme C63 5G

রিয়েলমি সি৫৩ ৫জি ১২ই আগস্ট, সোমবার ভারত রিলিজ হবে বলে নিশ্চিত করা হয়েছে। নাম শুনেই বোঝা যাচ্ছে যে, এটি সম্প্রতি লঞ্চ হওয়ার রিয়েলমি সি৬৩-এর ৫জি ভার্সন হিসাবে আত্মপ্রকাশ করবে। ডিজাইন ছাড়া ফোনটির ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি। এতে ফ্ল্যাট ফ্রেম ও বর্গাকার ক্যামেরা মডিউল থাকবে। গোল্ড ও গ্রীন কালার অপশনে উপলব্ধ হবে৷ ফোনটিতে মিডিয়াটেক প্রসেসর থাকবে বলে অনুমান করা হচ্ছে।

জানিয়ে রাখি, রিয়েলমি ১৪ই আগস্ট দুনিয়ার দ্রুততম চার্জিং প্রযুক্তি লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। খুব সম্ভবত সে দিন দিন ৩০০ ওয়াট ফাস্ট চার্জিং টেক সামনে আনতে পারে তারা। জল্পনা শোনা যাচ্ছে যে, রিয়েলমির ৩০০ ওয়াট চার্জার দিয়ে স্মার্টফোনের ব্যাটারি ৩ মিনিটের মধ্যে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে। আবার ব্যাটারি ফুল চার্জ হতে পাঁচ মিনিট সময় লাগবে।