ওপেন সেল শুরুর আগেই কিনুন Realme C67 5G, সাথে 2000 টাকা ডিসকাউন্ট, রয়েছে জবরদস্ত ফিচার
গত পরশু অর্থাৎ ১৪ই ডিসেম্বর ভারতে আত্মপ্রকাশ করে Realme C67 5G। এটি হল সংস্থার প্রথম C-সিরিজের স্মার্টফোন যা মিডিয়াটেক...গত পরশু অর্থাৎ ১৪ই ডিসেম্বর ভারতে আত্মপ্রকাশ করে Realme C67 5G। এটি হল সংস্থার প্রথম C-সিরিজের স্মার্টফোন যা মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ চিপসেট দ্বারা চালিত। লঞ্চকালীন সময়ে সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, আগামী ২০ই ডিসেম্বর দুপুর ১২টায় ফোনটি প্রথমবার এদেশে ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। একই সাথে জানানো হয় যে, ১৬ই ডিসেম্বর Realme C67 5G এর জন্য একটি ‘আর্লি অ্যাক্সেস সেলে'রও আয়োজন করা হবে। জানিয়ে রাখি প্রতিশ্রুতি মতো আজ এই বিশেষ সেলটি লাইভ হয়েছে। আগ্রহীরা Realme -এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart -এর মাধ্যমে হ্যান্ডসেটটি পকেটস্থ করতে পারবেন। শুধু তাই নয়, ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে আরো ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট হস্তগত করার সুযোগও পেয়ে যাবেন আপনারা।
ভারতে Realme C67 5G স্মার্টফোনের দাম, লভ্যতা ও সেল অফার
ভারতের বাজারে রিয়েলমি সি৬৭ ৫জি মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যার মধ্যে ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম থাকছে ১৩,৯৯৯ টাকা। আর উচ্চতর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এটি - সানি ওয়েসিস ও ডার্ক পার্পল কালার অপশনে পাওয়া যাবে।
রিয়েলমি সি৬৭ ৫জি -এর জন্য ২০ই ডিসেম্বর ওপেন সেল চালু হবে। তবে প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ১৬ই ডিসেম্বর ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং সংস্থার ই-স্টোরে এই স্মার্টফোনের জন্য একটি আর্লি অ্যাক্সেস সেলের আয়োজন করা হয়েছে। যার অংশ হিসাবে একটি বিশেষ লঞ্চ অফারও থাকছে। এক্ষেত্রে, যেসকল ক্রেতারা কুপন অথবা নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন তাদের ধার্য মূল্যের উপর ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে।
Realme C67 5G স্মার্টফোন স্পেসিফিকেশন
ফ্ল্যাট ফ্রেম ডিজাইনের সাথে আসা Realme C67 5G স্মার্টফোনে রয়েছে ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে প্যানেল, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৬৮০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই টাচস্ক্রিনের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। আবার ডিভাইসে ব্যাক প্যানেলে থাকা বড় বৃত্তাকার রিয়ার ক্যামেরা আইল্যান্ডে দুটি সেন্সর বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স।
ভালো পারফরম্যান্স প্রদানের জন্য Realme C67 5G স্মার্টফোনে ৬এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। আবার স্টোরেজ হিসাবে সর্বাধিক ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ মেমরি মিলবে। এছাড়া সংস্থার দাবি অনুসারে, এই ফোন অতিরিক্তভাবে আরো ৬ জিবি পর্যন্ত ডায়নামিক র্যাম ফিচার সাপোর্ট করে।
Realme C67 5G ফোনে কানেক্টিভিটির জন্য - ডুয়েল সিম স্লট, ৫জি, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, জিএনএসএস, জিপিএস, গ্লোনাস, বাইদু, গ্যালিলিও, ইউএসবি টাইপ-সি পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। সিকিউরিটির জন্য মিলবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। IP54 রেটিং প্রাপ্ত এই হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর পরিমাপ ১৬৫.৭×৭৬.০×৭.৮৯ মিমি এবং ওজন ১৯০ গ্রাম।