বাজেট ফোনে ৮ জিবি র্যাম, Realme C75 লঞ্চের আগে উপস্থিত হল Geekbench-এ
Realme C75 ডিভাইসকে থাইল্যান্ডের এনবিটিসি ও আমেরিকার এফসিসি সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়েছিল। এর মডেল নম্বর RMX3941। এই একই মডেল নম্বর সহ এটি আজ গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মেও উপস্থিত হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছে যে রিয়েলমি নতুন সিরিজের ফোন হিসেবে Realme C75 এর উপর কাজ করছে। ইতিমধ্যেই এই ডিভাইসকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। সেখান থেকে এর বিশেষ কিছু বৈশিষ্ট্য সামনে এসেছে। জানা গেছে স্মার্টফোনটি ৫৬৬০ এমএএইচ রেটেড ব্যাটারি সহ আসবে। আজ আবার রিয়েলমির এই ফোনকে বেঞ্চমার্ক সাইট Geekbench-এ দেখা গেল।
Realme C75 উপস্থিত হল Geekbench-এ
এর আগে রিয়েলমি সি৭৫ ডিভাইসকে থাইল্যান্ডের এনবিটিসি ও আমেরিকার এফসিসি সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়েছিল। এর মডেল নম্বর RMX3941। এই একই মডেল নম্বর সহ এটি আজ গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মেও উপস্থিত হয়েছে। আশা করা যায়, হ্যান্ডসেটটি শীঘ্রই বাজারে লঞ্চ হবে।
বেঞ্চমার্ক সাইটে সি৭৫ সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৪০৩ ও ১৩৮২ স্কোর করেছে। এখান থেকে জানা গেছে, এই ফোনে অক্টা কোর প্রসেসর থাকবে, যার দুটি কোর ২.০ গিগাহার্টজ এবং ছয়টি কোর ১.৮০ গিগাহার্টজ ক্লক স্পিড অফার করবে। আবার এতে মালি জি৫২ এমসি২ জিপিইউ থাকবে। এই সব তথ্যগুলি ইঙ্গিত দিচ্ছে যে, উল্লেখিত স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হবে। এটি একটি ৪জি প্রসেসর।
গিকবেঞ্চে ডিভাইসটি ৮ জিবি র্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও আমাদের বিশ্বাস লঞ্চের সময় এর আরও র্যাম ভ্যারিয়েন্ট থাকবে। আর এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে।
Realme C75 সম্পর্কে এর আগে কি জানা গেছে
এফসিসি সার্টিফিকেশন সাইট থেকে সামনে আসে যে সি৭৫ ডিভাইসে ৫৬৬০ এমএএইচ রেটেড এবং ৫৮২৮ এমএএইচ টিপিক্যাল ব্যাটারি থাকবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। আবার ফোনটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।
Realme C75 ডিভাইসকে থাইল্যান্ডের এনবিটিসি ও আমেরিকার এফসিসি সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়েছিল। এর মডেল নম্বর RMX3941। এই একই মডেল নম্বর সহ এটি আজ গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মেও উপস্থিত হয়েছে।