শুরু হয়েছে Realme Days Sale, 6000 টাকা ডিসকাউন্টে কিনুন পছন্দের স্মার্টফোন

Realme 13 Pro+ 5G এর মনেট পার্পেল ও মনেট গোল্ড কালার ভ্যারিয়েন্ট 3,000 টাকা ইনস্ট্যান্ট অফার, 4,000 টাকা ব্যাঙ্ক অফার ও 3,000 টাকা এক্সচেঞ্জ অফার সহ বিক্রি হচ্ছে।

Ankita Mondal 4 Dec 2024 11:13 AM IST

আপনি যদি নতুন স্মার্টফোন কিনতে চান তাহলে সুখবর। আসলে 3 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত Flipkart ও রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে (realme.com) চলছে Realme Days Sale। আর এই সেল চলাকালীন ক্রেতারা বাম্পার ডিলের সুবিধা নিতে পারবেন। সংস্থার তরফে জানানো হয়েছে, এই সময়ে স্মার্টফোনের সাথে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। রিয়েলমি ডেজ সেল চলাকালীন Realme GT 6, Realme 13 Pro+ 5G এবং Realme 12x 5G ফোনের উপর সবচেয়ে বেশি ছাড় পাওয়া যাবে। আসুন এই সেলের অফারগুলি দেখে নেওয়া যাক।

Realme Days Sale এর অফার

ক্রেতারা ফ্লিপকার্ট এবং Realme.com থেকে Realme GT 6 এর 8GB+256GB, 12GB+256GB, এবং 16GB+512GB ভ্যারিয়েন্ট 6,000 টাকা ব্যাঙ্ক অফার, 5,000 টাকা এক্সচেঞ্জ বোনাসের পাশাপাশি 9 মাসের নো কস্ট ইএমআই সহ কেনা যাবে।

Realme 13 Pro+ 5G এর মনেট পার্পেল ও মনেট গোল্ড কালার ভ্যারিয়েন্ট 3,000 টাকা ইনস্ট্যান্ট অফার, 4,000 টাকা ব্যাঙ্ক অফার ও 3,000 টাকা এক্সচেঞ্জ অফার সহ বিক্রি হচ্ছে। এই অফার 8GB+256GB, 12GB+256GB, এবং 12GB+512GB ভ্যারিয়েন্টের সাথে মিলবে। ডিভাইসটি 9 মাসের নো কস্ট ইএমআই সহ কেনা যাবে।

আবার এর এমারেল্ড গ্রিন কালার ভ্যারিয়েন্টটি কিনলে, ক্রেতারা 4,000 টাকা ব্যাঙ্ক অফার, 3,000 টাকা এক্সচেঞ্জ অফার উপভোগ করতে পারবেন। এখানের সমস্ত স্টোরেজ ভ্যারিয়েন্টের 9 মাসের নো কস্ট ইএমআই অফার সহ কেনা যাবে।

রিয়েলমি ডেজ সেল থেকে Realme 12x 5G এর 6GB+128GB ভ্যারিয়েন্ট কিনলে 1,250 টাকা ব্যাঙ্ক অফার এবং 8GB+128GB ভ্যারিয়েন্টে 1,900 টাকা ব্যাঙ্ক অফার পাওয়া যাবে।

অফারের পর স্মার্টফোনগুলির নতুন দাম

Realme GT 6 (রেজার গ্রিন এবং ফ্লুইড সিলভার কালার ভ্যারিয়েন্টের জন্য)

ফোনটির 8GB + 256GB ভ্যারিয়েন্ট সেলে 40,999 টাকার পরিবর্তে 6,000 টাকা ব্যাঙ্ক অফারের পরে 34,999 টাকায় কেনা যাবে। এর 12GB + 256GB ভ্যারিয়েন্ট 42,999 টাকার পরিবর্তে 36,999 টাকায় এবং 16GB+512GB ভ্যারিয়েন্ট 44,999 টাকার বদলে ব্যাঙ্ক অফারের পরে 38,999 টাকায় পাওয়া যাবে।

Realme 13 Pro+ 5G (মনেট পার্পেল এবং মনেট গোল্ড কালার)

ফোনটির 8GB+ 256GB ভ্যারিয়েন্টের আসল দাম 32,999 টাকা হলেও, 3,000 টাকা ডিসকাউন্ট এবং 4,000 টাকা ব্যাংক অফারের পরে এটি 25,999 টাকায় বিক্রি হচ্ছে।

Realme 13 Pro+ 5G (এমারেল্ড গ্রিন)

ফোনটির এমারেল্ড গ্রিন কালার ভ্যারিয়েন্টের বেস মডেল 4,000 টাকা ব্যাঙ্ক অফারের পরে 28,999 টাকায় কেনা যাবে। একই অফার অন্যান্য ভ্যারিয়েন্টের উপরও রয়েছে।

Realme 12x 5G (উডল্যান্ড গ্রিন, টোয়াইলাইট পার্পল এবং কোরাল রেড)

রিয়েলমির এই ডিভাইসের 6GB + 128GB ভ্যারিয়েন্টটি 1250 টাকার ব্যাঙ্ক অফারের পরে 11,249 টাকায় পাওয়া যাবে। আর 8GB + 128GB ভ্যারিয়েন্টের সাথে 1900 টাকা ব্যাঙ্ক অফারের পরে 11,599 টাকায় কেনা যাবে।

Show Full Article
Next Story