বাজার হবে তোলপাড়, Samsung-কে টক্কর দিতে এবার ফোল্ডেবল ফোন আনছে Realme
এতদিন ফোল্ডেবল স্মার্টফোনগুলি কিছু মুষ্টিমেয় গ্রাহকদের উদ্দেশ্য করে বাজারে আসতো। তাই খুব সামান্য সংখ্যক স্মার্টফোন...এতদিন ফোল্ডেবল স্মার্টফোনগুলি কিছু মুষ্টিমেয় গ্রাহকদের উদ্দেশ্য করে বাজারে আসতো। তাই খুব সামান্য সংখ্যক স্মার্টফোন নির্মাতাই ফোল্ডেবল হ্যান্ডসেট বাজারে লঞ্চ করত। তার মধ্যে স্যামসাং (Samsung) অগ্রণী ভূমিকা পালন করে এসেছে গত কয়েক বছর ধরে। তবে বর্তমানে ফোল্ডেবলের মার্কেটে পরিবর্তন চোখে পড়ছে। ২০২৩ সালে এই ডিভাইসগুলি মূলধারায় প্রবেশ করছে৷ বহু অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEM) ইতিমধ্যেই এই সেগমেন্টে তাদের আগ্রহ প্রকাশ করেছেন এবং বাকি ব্র্যান্ডগুলিও এই বিভাগটিকে লক্ষ্য করছে৷ ওপ্পো (Oppo) তাদের প্রথম ক্ল্যামশেল ফোল্ডেবল ফোন, Find N2 Flip বিশ্ববাজারে উন্মোচন করেছে। OnePlus নিশ্চিত করেছে যে তাদের প্রথম ফোল্ডেবল ফোনটি এই বছরের শেষে লঞ্চ হবে। আবার, টেকনো (Tecno)-এর মতো কোম্পানি, যারা মূলত বাজেট কেন্দ্রিক ফোনের ওপর ফোকাস করে, তারাও মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ ইভেন্টে ব্র্যান্ডের প্রথম ফোল্ডেবল ফোন হিসেবে Phantom V Fold লঞ্চ করেছে। আর এখন রিয়েলমি (Realme)-এর ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ তাদের প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চের ইঙ্গিত করেছেন। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Realme Fold এবং Realme Flip ফোন শীঘ্রই আসতে পারে বাজারে
রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে রিয়েলমি ফোল্ড এবং রিয়েলমি ফ্লিপ ফোনগুলিকে টিজ করেছেন। তিনি ব্যবহারকারীদের জিজ্ঞাসা করেছেন, কোন ফোনটি তারা প্রথমে দেখতে চান - ফোল্ড না ফ্লিপ৷ শেষবার রিয়েলমি তাদের ফোল্ডেবল ফোন নিয়ে মন্তব্য করেছিলে ২০২১ সালের নভেম্বরে। সেই সময়ে, তাদের প্রথম ফোল্ডেবল ফোনের স্কেচ ফাঁস হয়েছিল, যেটি ২০২২ সালে লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু তেমনটা হয়নি।
বর্তমানে মনে করা হচ্ছে যে, কোম্পানি এই বছরের শেষের দিকে তাদের প্রথম ফোল্ডেবল ফোনটি লঞ্চ করার পরিকল্পনা করছে। অনুমান করা যায় যে কোম্পানি ২০২৩ সালে ফোল্ড এবং ফ্লিপ ফোন উভয়ই লঞ্চ করতে পারে। রিয়েলমির সহপ্রতিষ্ঠান ওপ্পো (Oppo), ওয়ানপ্লাস (OnePlus) এবং ভিভো (Vivo)-ও নিজস্ব ব্র্যান্ডিংয়ের অধীনে একটি ক্ল্যামশেল ফোল্ডেবল ফোন বাজারে আনার পরিকল্পনা করছে, তাই এই সময় রিয়েলমি তাদের পোর্টফোলিওতে একটি ফোল্ডেবল ডিভাইস যুক্ত করলে অবাক হওয়ার কিছু থাকবে না।
যদিও, রিয়েলমি ফোল্ড বা ফ্লিপ ফোন সম্পর্কে সংস্থার তরফে এখনও কিছুই নিশ্চিত করা হয়নি, তবে আশা করা হচ্ছে যে সেগুলি সদ্য বাজারে উন্মোচিত ওপ্পো ফাইন্ড এন২ এবং ফাইন্ড এন২ ফ্লিপ-এর মতো হবে। তবে এই তথ্যটি অনুমান নির্ভর, তাই এর সত্যতা কতটা তো এখনই বলা সম্ভব নয়।
অন্যদিকে, ওয়ানপ্লাস এবছরের শেষের দিকে নতুন ফোল্ডেবল ফোনগুলি লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। কোম্পানি আনুষ্ঠানিকভাবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ এবং OnePlus 11-এর লঞ্চ ইভেন্টের সময় বিষয়টি নিশ্চিত করে। এগুলি চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে লঞ্চ করা হবে৷ কোম্পানির তরফে OnePlus V Fold এবং V Flip নামগুলি ট্রেডমার্ক করা হয়েছে, তাই সম্ভবত ওয়ানপ্লাস তাদের প্রথম ফোল্ডেবলগুলি এই নামেই বাজার উন্মোচন করবে৷
কম প্রতিযোগিতা, বা বলা ভালো প্রতিযোগিতা একেবারেই না থাকার কারণে ফোল্ডেবল সেগমেন্টে স্যামসাং এতদিন তার একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল। শাওমি (Xiaomi) ও ওপ্পো (Oppo) বা হুয়াওয়ে (Huawei)-এর মতো কোম্পানি অতীতে অনেকগুলি ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করেছে, তবে তা শুধুমাত্র চীনের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু, বিশ্ববাজারে Oppo Find N2 Flip-এর আত্মপ্রকাশের সাথে সাথে, স্যামসাংয়ের জন্য প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে।
এছাড়াও, ওয়ানপ্লাস এবং রিয়েলমি-এর ফোল্ডেবল ডিভাইসগুলির লঞ্চের সাথে, ফোল্ডেবল সেগমেন্ট অবশেষে প্রতিযোগিতামূলক হয়ে উঠবে, যার ফলে চূড়ান্তভাবে ব্যবহারকারীরাই উপকৃত হবেন। স্যামসাং কীভাবে তার আসন্ন প্রতিযোগিতা মোকাবেলা করে, তা-ই এখন দেখার।