নভেম্বর শুরু হওয়ার আগেই Realme তাদের এই স্মার্টফোনে Android 13 আপডেট দিল

চলতি বছর শেষ হতে আর প্রায় দুই মাস। যতই আমরা নতুন বছরের দিকে অগ্রসর হচ্ছি, বিভিন্ন স্মার্টফোন Android 13 অপারেটিং...
techgup 31 Oct 2022 9:49 AM IST

চলতি বছর শেষ হতে আর প্রায় দুই মাস। যতই আমরা নতুন বছরের দিকে অগ্রসর হচ্ছি, বিভিন্ন স্মার্টফোন Android 13 অপারেটিং সিস্টেমে আপগ্রেড হওয়ার খবর সামনে আসছে। এবার রিয়েলমির একটি প্রিমিয়াম হ্যান্ডসেট সে তালিকায় যোগ দিয়েছে। অনেক অপেক্ষার পর ভারতে Realme GT 2 Pro ব্যবহারকারীরা নতুন অ্যান্ড্রয়েড সফটওয়্যার পেতে শুরু করেছে বলে খবর সামনে এসেছে‌‌।

উল্লেখ্য, নতুন আপডেটটি Realme UI 3.0 নির্ভর। কারণ রিয়েলমি এখনও Realme UI 4.0 সম্পর্কে কিছু ঘোষণা করেনি। Realme GT 2 Pro-র প্রসঙ্গে আসলে, এটি সংস্থার লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির মধ্যে একটি। লঞ্চ হওয়ার সময় Android 12 আউট অফ দ্য বক্স ছিল। ফলে Android 13 ডিভাইসটির প্রথম মেজর সফটওয়্যার আপগ্রেড।

Realme GT 2 Pro মডেলের Android 13 টেস্টিং ফেজ আর্লি অ্যাক্সেস প্রোগ্রামের মাধ্যমে শুরু হয়েছিল মাস দুয়েক আগে। তারপরে পেয়েছিল ওপেন বিটা আপডেট। আর এখন স্টেবেল আপডেট। এটি C.08 বিল্ড নম্বরের সাথে রোলআউট হয়েছে। বড় আপডেট হওয়ার কারণে সাইজ ৫ জিবির বেশি। আপাতত বেটা ইউজারদের জন্যই রিলিজ হয়েছে বলে মনে করা হচ্ছে।

স্মার্টফোনটির স্পেসিফিকেশনগুলির কথা বললে, এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ৩ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ, এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Show Full Article
Next Story