৩১ হাজার টাকা ছাড়! বিরাট সস্তায় Realme GT 2 Pro কেনার সুযোগ দিচ্ছে Flipkart

স্মার্টফোন ছাড়া একমুহূর্ত চলা এখন কার্যত অসম্ভব ব্যাপার। তবে মুঠোফোন যদি হয় প্রিমিয়াম রেঞ্জের, তাহলে তো তা প্রাণ...
Anwesha Nandi 12 Sept 2022 3:04 PM IST

স্মার্টফোন ছাড়া একমুহূর্ত চলা এখন কার্যত অসম্ভব ব্যাপার। তবে মুঠোফোন যদি হয় প্রিমিয়াম রেঞ্জের, তাহলে তো তা প্রাণ ভোমরার সমতুল্য বললেও খুব একটা খারাপ বিশেষণ হয়না! কারণ দাম বেশি হলেও, প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোন কেনার মানে উন্নত এক্সপিরিয়েন্স, ভালো ফিচার ইত্যাদি আঙুলের ডগায় থাকা। সেক্ষেত্রে আপনি যদি দীর্ঘদিন ধরে একটি প্রিমিয়াম স্মার্টফোন কেনার পরিকল্পনায় থাকেন, কিন্তু সেই ইচ্ছায় বাধ সাধে দাম বা বাজেট – তাহলে আমাদের আজকের এই প্রতিবেদন আপনার অত্যন্ত কাজে আসবে। কেন একথা বলছি? আসলে আজ আমরা Flipkart (ফ্লিপকার্ট) একটি চমকপ্রদ অফারের কথা শেয়ার করব, যা হয়ত আপনি এক ঝটকায় বিশ্বাসও করতে পারবেন না। তবে এই অফার কাজে লাগাতে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ এটি Flipkart Big Billion Days (বিগ বিলিয়ন ডেস) সেলে লাইভ হবে যেখানে Realme GT 2 Pro (রিয়েলমি জিটি ২ প্রো) স্মার্টফোন মিলবে পুরো ৩১,০০০ টাকা ছাড়ে।

ফিচারে ঠাসা Realme GT 2 Pro কেনা যাবে মাত্র ২৬,৯৯৯ টাকায়

বলে রাখি, রিয়েলমি জিটি ২ প্রোর লিস্টিং প্রাইস ৬০,০০০ টাকার বেশি, তবে বর্তমানে এটি ৫৭,৯৯৯ টাকায় বিক্রি হয়। সেক্ষেত্রে 'বিগ ব্যাং রিভিল অফ দ্য ডে' (Big Billion Reveal of the day) মাইক্রোসাইটের মাধ্যমে ফ্লিপকার্ট ঘোষণা করেছে যে, আসন্ন সেলে এটি ২৬,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে কেনা যাবে। এই ৩১,০০০ টাকা ছাড়ের মধ্যে অ্যাক্সিস ব্যাংক (Axis Bank) কার্ডের অফারও অন্তর্ভুক্ত।

Realme GT 2 Pro-এর দাম

রিয়েলমি জিটি ২ প্রো মডেল ৮ জিবি/১২৮ জিবি এবং ১২ জিবি/২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যায়। এর মধ্যে প্রথম মডেলটির দাম বর্তমানে ৪৯,৯৯৯ টাকা, যেখানে অন্য ভ্যারিয়েন্টটি ৫৭,৯৯৯ টাকায় কেনা যাবে। তবে এটিতে সর্বোচ্চ ছাড় পেতে আপনাদের অপেক্ষা করতে হবে।

Realme GT 2 Pro-এর স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি ২ প্রোতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭ ইঞ্চি কোয়াড এইচডি পাঞ্চ-হোল ডিসপ্লে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর চালিত। পাশাপাশি সফ্টওয়্যার হিসেবে এতে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ ওএস। আবার এটি ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচের ব্যাটারি অফার করে। এছাড়া ফটোগ্রাফির জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

Show Full Article
Next Story