চোখের পলকে ফুল চার্জ, Realme GT 3 240W ফোনের লঞ্চের তারিখ প্রকাশ্যে

গত ফেব্রুয়ারি মাসে আয়োজিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ (MWC 2023) ইভেন্ট চলাকালীন Realme তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 3 240W -এর ঘোষণা করেছিল। যদিও এই…

গত ফেব্রুয়ারি মাসে আয়োজিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ (MWC 2023) ইভেন্ট চলাকালীন Realme তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 3 240W -এর ঘোষণা করেছিল। যদিও এই ঘোষণার পর চার মাস পেরিয়ে গেলেও সংস্থাটি এখনো বিশ্ব বাজারে তাদের এই নয়া হ্যান্ডসেট লঞ্চ করার কাজ শুরু করতে পারেনি৷ কিন্তু এখন, জনপ্রিয় টিপস্টার পারাস গুগলানি (Paras Guglani) টুইটারে পোস্ট শেয়ার করে দাবি করেছেন যে Realme GT 3 240W -কে আগামী ১৪ই জুন বিশ্ব বাজারে লঞ্চ করা হবে। টিপস্টারের শেয়ার করা টুইটে একটি ছবিও দেখা গেছে, যা ফোনটির লঞ্চ পোস্টার বলেই মনে হচ্ছে। এই ছবিতেও লঞ্চের তারিখ ১৪ই জুন দেওয়া আছে।

জানিয়ে রাখি, Reame GT 3 240W সংস্থার লেটেস্ট ফ্ল্যাগশিপ মডেল হিসাবে আসবে, যা Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত হবে। আর নাম অনুসারে, এই আপকামিং Realme মডেলে ২৪০ ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং সমর্থন করবে। টিপস্টার দ্বারা শেয়ার করা পোস্টারেও “নেক্সট-জেন স্পিড ফ্ল্যাগশিপ, ২৪০ ওয়াট সুপারভুক চার্জ দ্বারা বুস্টেড” – লেখা দেখতে পেয়েছি আমরা।

আগেই বলেছি, রিয়েলমি জিটি ২ ২৪০ওয়াট স্মার্টফোনকে চলতি বছরের প্রথমার্ধে MWC 2023 টেক ইভেন্টে ঘোষণা করা হয়েছিল। এই সময়ে সংস্থাটি, তাদের এই আপকামিং হ্যান্ডসেটের যাবতীয় স্পেসিফিকেশন, ফিচার এবং দামের বিশদ প্রকাশ্যে এনেছিল। একই সাথে, আলোচ্য ডিভাইসটি চীনের বাজারে বিদ্যমান রিয়েলমি জিটি নিও ৫ (Realme GT Neo 5) ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসবে, এটাও নিশ্চিত করা হয়। এছাড়া রিয়েলমি জিটি ৩ ২৪০ওয়াট ফোনের ব্যাক প্যানেলে ২৫টি রঙয়ের RGB লাইট দেখা যাবে, এটি বেশ কয়েকটি স্পিড অ্যাডজাস্টমেন্ট বিকল্প এবং অধিক কাস্টম সেটিংস অফার করবে বলেও জানিয়েছে রিয়েলমি। চলুন আসন্ন এই ফ্লাগশিপ ফোনের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

Realme GT 3 240W -এর দাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট

MWC 2023 ইভেন্টে করা Realme -এর ঘোষণা অনুযায়ী, আপকামিং Realme GT 3 240W স্মার্টফোনের দাম ৬৪৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৫৩,৫০০ টাকা) রাখা হবে। এই দাম ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের জন্য বরাদ্দ করা হয়েছে। এছাড়া, আরো চারটি স্টোরেজ কনফিগারেশনের সাথেও আসতে পারে এই হ্যান্ডসেট। যথা – ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ১ টেরাবাইট স্টোরেজ বিকল্প। আমরা আশা করছি, লঞ্চের আগেই রিয়েলমি এই প্রত্যেকটি উচ্চতর স্টোরেজ ভ্যারিয়েন্টের বিক্রয় মূল্য ঘোষণা করবে।

Realme GT 3 240W -এর স্পেসিফিকেশন (নিশ্চিত)

আগেই বলেছি, সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই রিয়েলমি জিটি ২৪০ওয়াট স্মার্টফোনের ফিচার নিশ্চিত করা হয়েছে। এক্ষেত্রে এতে – ৬.৭৪-ইঞ্চির ১.৫কে (২৭৭২×১২৪০ পিক্সেল) AMOLED ডিসপ্লে দেওয়া হবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ১১০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের, যার কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। আবার পেছনে – OIS-এনাবল ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল মাইক্রোস্কোপ লেন্স যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান থাকবে।

পারফরম্যান্সের জন্য Realme GT 3 240W স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ (TSMC -এর এনএম প্রসেসিং নোডে নির্মিত) প্রসেসর এবং অ্যাড্রেন ৭৩০ জিপিইউ ব্যবহার করা হবে। এতে ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র‌্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে রান করবে। আবার অডিও বিভাগের ক্ষেত্রে ডিভাইসে ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম মিলবে।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে – ডুয়াল-সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৬ ৮০২.১১এএক্স, ব্লুটুথ ৫.২, এনএফসি, জিপিএস, গ্লোনাস এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট অন্তর্ভুক্ত থাকবে। আর নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Realme GT 3 240W ফোনে ২৪০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সমর্থিত ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সমন্বিত থাকছে। এর পরিমাপ ১৬৩.৮৫×৭৫.৭৫×৮.৯ মিমি এবং ওজন ১৯৯ গ্রাম হবে। পরিশেষে রিয়েলমি ব্র্যান্ডিংয়ের এই আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে – পালস হোয়াইট এবং বুস্টার ব্ল্যাক কালার অপশনের সাথে নিয়ে আসা হতে পারে।