Realme-র নয়া ফোনে বাহুবলী ক্ষমতার প্রসেসর থাকা নিশ্চিত, জল্পনার অবসান করে বড় ঘোষণা

গত কয়েকমাস ধরেই Realme GT 5 স্মার্টফোনটিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চলছে। গত জুলাই মাসে আয়োজিত চায়না জয় ২০২৩ (China Joy 2023) প্রদর্শনীতে রিয়েলমির বুথে…

গত কয়েকমাস ধরেই Realme GT 5 স্মার্টফোনটিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চলছে। গত জুলাই মাসে আয়োজিত চায়না জয় ২০২৩ (China Joy 2023) প্রদর্শনীতে রিয়েলমির বুথে এই ফোনটি প্রদর্শিত হওয়ার পর থেকেই লঞ্চ নিয়ে জল্পনা আরও ঘনীভূত হয়। যদিও, ফোনটির লঞ্চের তারিখ এখনও কোম্পানির তরফে প্রকাশ করা হয়নি, তবে রিয়েলমির চীনা শাখার প্রেসিডেন্ট জু কি সোশ্যাল মিডিয়ায় ফোনটির প্রসেসর সম্পর্কে জানিয়েছেন। আসুন Realme GT 5 সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

Realme GT 5-এর প্রসেসের নাম

রিয়েলমি চায়না প্রেসিডেন্ট জু কি, আসন্ন রিয়েলমি জিটি ৫ স্মার্টফোনটির সম্পর্কে ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট)-তে একটি আপডেট শেয়ার করেছেন। তিনি একটি পোস্টার প্রকাশ করে জিজ্ঞাসা করেছেন যে, কেন বাজারে উপলব্ধ ৩০টিরও বেশি দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ প্রসেসর যুক্ত ফ্ল্যাগশিপ মডেলের মধ্যে কোনওটিই পারফরম্যান্সের শীর্ষ স্তরে পৌঁছতে পারেনি?

রিয়েলমি কর্মকর্তার এই বক্তব্য থেকে অনুমান করা যায় যে, ব্র্যান্ডের পরবর্তী ফ্ল্যাগশিপ, রিয়েলমি জিটি ৫-তে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে। এদিকে, জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনও দাবি করেছেন যে, জিটি ৫ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটের সাথে আসবে এবং এটি ২৪ জিবি র‍্যাম এবং ২৪০ ওয়াট আল্ট্রা-ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে। এছাড়া রিয়েলমি জিটি ৫-এ 1.5K রেজোলিউশন সহ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং সাপোর্ট করবে।

Realme GT 5-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

Realme GT 5-এ ৬.৭৪ ইঞ্চির ওলেড প্যানেল থাকবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। Snapdragon 8 Gen 2-চালিত ফোনটিতে ১৬ জিবি / ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি / ৫১২ জিবি / ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যেতে পারে৷ সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Realme GT 5-এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাথমিক ক্যামেরা উপস্থিত থাকবে, যার সাথে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা যুক্ত হবে।

শোনা যাচ্ছে, GT 5 দুটি ব্যাটারি ভ্যারিয়েন্টে আসবে এবং উভয় সংস্করণের চার্জিং স্পিডও আলাদা হবে। একটি মডেলে ৪,৬০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। আর অপর ভ্যারিয়েন্টটি বিশাল ৫,২০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন