প্রথম দর্শনেই বাজারে শোরগোল, লঞ্চের আগে প্রকাশ Realme GT 5-এর অফিশিয়াল ছবি
রিয়েলমি চীনে আগামী ২৮ আগস্ট Realme GT 5 স্মার্টফোনটি লঞ্চ করার বিষয়ে নিশ্চিত করা হয়েছে। চলতি বছর আত্মপ্রকাশ করা...রিয়েলমি চীনে আগামী ২৮ আগস্ট Realme GT 5 স্মার্টফোনটি লঞ্চ করার বিষয়ে নিশ্চিত করা হয়েছে। চলতি বছর আত্মপ্রকাশ করা Realme GT 3-এর উত্তরসূরি হিসেবে এই হ্যান্ডসেটটি আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ব্র্যান্ডটি বর্তমানে চীনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো-তে আসন্ন ডিভাইসটির উল্লেখ্যযোগ্য স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্যগুলিকে টিজ করছে। আর এখন, রিয়েলমির তরফে ফোনটির একটি অফিসিয়াল ইমেজ শেয়ার করা হয়েছে, যা স্পষ্টভাবে Realme GT 5-এর রিয়ার প্যানেলের ডিজাইনটি প্রদর্শন করেছে। আসুন জেনে নিই কেমন দেখতে হবে, এই আসন্ন রিয়েলমি ফ্ল্যাগশিপটি।
প্রকাশ করা হল Realme GT 5 এর ডিজাইন
ইতিমধ্যেই জানা গেছে যে, জিটি ৫-এর ‘মিরাকল গ্লাস’-এর জন্য রিয়েলমি বিওয়াইডি ইলেকট্রনিক্স (BYD Electronics)-এর সাথে হাত মিলিয়েছে। এতে বড় হট ফোর্জিং সারফেস এরিয়া সহ কার্ভড এজ থাকবে। এটির সাহায্যে, স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বর্তমানে ব্যবহৃত সকল গ্লাস প্রযুক্তিকে চ্যালেঞ্জ করাই রিয়েলমির উদ্দেশ্য।
ব্র্যান্ড দ্বারা শেয়ার করা রিয়েলমি জিটি ৫-এর লেটেস্ট ইমেজগুলি প্রকৃতপক্ষে পূর্বে ফাঁস হওয়া রেন্ডারের সাথে সামঞ্জস্যপূর্ণ। ফোনটিতে রয়েছে ডুয়েল-টোনড ব্যাক প্যানেল যার ওপরের দিকে একটি দীর্ঘ আয়তক্ষেত্রাকার প্রসারিত কালো রঙের ক্যামেরা মডিউল দেখা গেছে। ডিজাইনটি সাম্প্রতিক গুগল পিক্সেল স্মার্টফোনের অনুরূপ কিন্তু বড়। আইল্যান্ডের বাম দিকে দুটি রিং রয়েছে, যার উপরে একটি সেন্সর এবং নীচের রিংটিতে দুটি লেন্স রয়েছে। পিডিএএফ (PDAF) এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এর সাপোর্ট নিশ্চিত করে এমন টেক্সটও এই ক্যামেরা মডিউলে দেখা গেছে। এছাড়া, 'এফ/১.৮জি ২৪মিমি' লেখা একটি টেক্সটও আছে।
আবার, ক্যামেরা মডিউলের ডানদিকে একটি স্বচ্ছ কাঁচের উইন্ডো রয়েছে, যা Relame GT 3-এর চেয়ে বড় বলে মনে করা হচ্ছে। এতে স্ন্যাপড্রাগন লোগো রয়েছে, যা ফোনটিতে Snapdragon 8 Gen 2 প্রসেসরের উপস্থিতি নিশ্চিত করে। একটি টিজার ভিডিও একই জায়গায় আয়তক্ষেত্রাকার আকৃতির এলইডি লাইট স্ট্রিপগুলিও প্রদর্শন করেছে, যা বিভিন্ন রঙে পরিবর্তিত হতে পারে। Realme GT 5 একটি আকষর্ণীয় ফ্লোয়িং সিলভার মিরর শেডে আসবে।
এছাড়া, আগের টিজার অনুসারে, Realme GT 5-এ ২৪ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি স্টোরেজ পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে। ফোনটিতে এনহ্যান্সড ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সের জন্য পিক্সেলওয়ার্কস (PixelWorks) দ্বারা তৈরি সুপারফ্রেম ইন্ডিপেন্ডেন্ট এক্স৭ ডিসপ্লে চিপও যুক্ত থাকবে। আগামী ২৮ আগস্ট লঞ্চের দিন Realme GT 5-এর সম্পর্কে সমস্ত বিশদ বিবরণ সামনে আসবে।