Realme GT 5: রিয়েলমির ইতিহাস! মাত্র 9 মিনিটে ফুল চার্জ হওয়া ফোন লঞ্চ করে তাক লাগাল
বিগত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন টিজার ও প্রোমোশনাল পোস্টার প্রকাশের পর, অবশেষে বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ Realme GT 5...বিগত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন টিজার ও প্রোমোশনাল পোস্টার প্রকাশের পর, অবশেষে বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ Realme GT 5 স্মার্টফোনটি চীনের বাজারে পা রেখেছে। 'মিরাকল গ্লাস' দ্বারা নির্মিত এই হাই-এন্ড ডিভাইসটি হল ব্র্যান্ডের জনপ্রিয় GT লাইনআপের লেটেস্ট সংযোজন। এটি কিছু চিত্তাকর্ষক স্পেসিফিকেশিন এবং ফিচার অফার করে। Realme GT 5-এ 1.5K রেজোলিউশনের ওলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন তাহলে এই নবাগত রিয়েলমি ফোনটির আকর্ষণীয় ডিজাইন, দাম এবং স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Realme GT 5-এর ডিজাইন
রিয়েলমি জিটি ৫-এর পিছনের অংশের 'মিরাকল গ্লাস'-এর জন্য কোম্পানি বিওয়াইডি ইলেকট্রনিক্স (BYD Electronics)-এর সাথে গাঁটছড়া বেঁধেছে। ফোনটির রিয়ার শেলে ডুয়েল-টোন ফিনিশ এবং বড় ক্যামেরা আইল্যান্ড রয়েছে। সাম্প্রতিক গুগল পিক্সেল ফোনের মতো, এটিতে ভিসারের মতো ক্যামেরা মডিউলও রয়েছে, যদিও এটি অনেক চওড়া। এই মডিউলটির বাম দিকে ক্যামেরার জন্য দুটি রিং রয়েছে৷ আর ডানদিকে আয়তক্ষেত্রাকার আকৃতির এলইডি লাইট স্ট্রিপ (হ্যালো প্রো নামে অভিহিত করা হয়) রয়েছে যা বিভিন্ন রঙের আলো অফার করে এবং রয়েছে একটি স্বচ্ছ গ্লাস উইন্ডো যা স্ন্যাপড্রাগন চিপসেটটি প্রদর্শন করে।
Realme GT 5-এর স্পেসিফিকেশন এবং ফিচার
রিয়েলমি জিটি ৫-এর সামনের অংশে রয়েছে লম্বা ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্যানেলে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল সেলফি ক্যামেরাও রয়েছে। জিটি ৫-এ একটি ইন্ডিপেন্ডেন্ট এক্স৭ ডিসপ্লে চিপ রয়েছে যা উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য পিক্সেলওয়ার্কস (PixelWorks) দ্বারা তৈরি করা হয়েছে। এই স্ক্রিনটি ১,৪০০ নিট পিক ব্রাইটনেস, ২,১৬০ পিডব্লিউএম ডিমিং, ১.৪৬ মিলিমিটারের সরু বেজেল এবং ৯৩.৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে।
উন্নত পারফরম্যান্সের জন্য, Realme GT 5-এ ব্যবহার করা হয়েছে Qualcomm-এর সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Gen 2 প্রসেসর, যা ২৪ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র্যাম এবং সর্বোচ্চ ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। ফটোগ্রাফির জন্য, Realme GT 5-এর পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ফেজ ডিটেকশন অটো ফোকাস (PDAF)-এনেবল ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অবস্থান করছে। আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা বিদ্যমান।
উল্লেখযোগ্যভাবে, Realme GT 5 দুটি স্বতন্ত্র ভ্যারিয়েন্টে উপলব্ধ, যেগুলিতে ভিন্ন ব্যাটারি ক্ষমতা এবং চার্জিং গতি প্রদান করে। একটিতে বড় ৫,২৪০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ কোম্পানি দাবি করেছে যে, এই মডেলটিকে মাত্র ১৮ মিনিটের মধ্যে ফুল চার্জ করা সম্ভব। আর দ্বিতীয় সংস্করণে তুলনামূলক ছোট ৪,৬০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহৃত হয়েছে, তবে এটি আল্ট্রা-ফাস্ট ২৪০ ওয়াট চার্জিং গতি সাপোর্ট করে। এই চার্জিং প্রযুক্তির মাধ্যমে মাত্র ৯ মিনিটের মধ্যে ফোনটির ১০০% চার্জ পূর্ণ হতে পারে। আর মাত্র ৩০ সেকেন্ডের চার্জে ডিভাইসটি ২ ঘন্টা টকটাইম অফার করতে সক্ষম।
এছাড়া, Realme GT 5-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এনএফসি সাপোর্ট, হাই-রেস অডিও, ডলবি অ্যাটমোস, হুইলউইন্ড মেমরি ইঞ্জিন ২.০ যা ইউজারদের ব্যাকগ্রাউন্ডে ৭৬টি অ্যাপ চালাতে দেয়। পরিশেষে এই নয়া রিয়েলমি ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ওএস ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে চলে।
Realme GT 5-এর মূল্য, রঙের বিকল্প এবং উপলব্ধতা
Realme GT 5 বিভিন্ন স্টোরেজ কনফিগারেশনে এসেছে। এর মধ্যে বেস ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৪৫০ টাকা)। এছাড়াও, এর মিড-টিয়ার ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ২৪ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির মূল্য যথাক্রমে ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৯০০ টাকা) এবং ৩,৭৯৯ ইউয়ান (প্রায় ৪৩,০৫০ টাকা)। Realme GT 5 ফ্লোয়িং সিলভার ইলিউশন এবং স্টারি ওয়েসিস (সবুজ)- এই দুটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এটি আগামী ৫ সেপ্টেম্বর থেকে চীনের বাজারে কেনার জন্য উপলব্ধ হবে। তবে ফোনটি কবে ভারত সহ গ্লোবাল মার্কেটে প্রবেশ করবে, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি রিয়েলমি।