সনির দুর্দান্ত ক্যামেরা সহ আসছে Realme GT 5 Pro, থাকবে 5400mAh ব্যাটারি ও পাওয়ারফুল প্রসেসর

Realme ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, চলতি মাসেই চীনে লঞ্চ হবে Realme GT 5। যদিও লঞ্চের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। এদিকে গুঞ্জন রয়েছে যে, এর…

Realme ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, চলতি মাসেই চীনে লঞ্চ হবে Realme GT 5। যদিও লঞ্চের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। এদিকে গুঞ্জন রয়েছে যে, এর প্রো মডেল অর্থাৎ Realme GT 5 Pro-ও এই বছরের শেষে লঞ্চ হবে। আজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই ফোনের একাধিক স্পেসিফিকেশন সামনে এনেছেন।

Realme GT 5 Pro এর স্পেসিফিকেশন (ফিচার)

টিপস্টার বলেছেন, রিয়েলমি জিটি ৫ প্রো ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। এতে কার্ভড এজ ডিসপ্লে দেখা যাবে। এটি ২কে (2K) রেজোলিউশন অফার করবে।

তার আরও দাবি, রিয়েলমি জিটি ৫ প্রো ফোনে দেওয়া হবে ৫,৪০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটিতে ইউএফসিএস (ইউনিভার্সল ফাস্ট চার্জিং স্পেসিফিকেশন) চার্জিং স্পিড সাপোর্ট করবে।

ডিজিটাল চ্যাট স্টেশন এর আগে জানিয়েছিলেন যে, Realme GT 5 Pro ফোনের রিয়ার প্যানেলে সনি আইএমএক্স প্রাইমারি সেন্সর ও ওমনিভিশন ওভি৬৪বি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হবে। এছাড়া একটি আল্ট্রা ওয়াইড লেন্সও দেখা যেতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন