রিয়েলমি ফোনে প্রথমবার, Realme GT 5 Pro আসছে ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে

Realme বর্তমানে তাদের আপকামিং স্মার্টফোন সিরিজ Realme GT 5 -এর উপর কাজ করছে। চলতি মাসেই সংস্থাটি তাদের হোম-মার্কেটে...
SUPARNA 2 Aug 2023 3:18 PM IST

Realme বর্তমানে তাদের আপকামিং স্মার্টফোন সিরিজ Realme GT 5 -এর উপর কাজ করছে। চলতি মাসেই সংস্থাটি তাদের হোম-মার্কেটে সিরিজের রেগুলার মডেল অর্থাৎ Realme GT 5 লঞ্চ করতে পারে। যদিও এই লাইনআপের টপ-এন্ড হ্যান্ডসেট অর্থাৎ Realme GT 5 Pro সম্ভবত ২০২৩ সালের শেষে আত্মপ্রকাশ করবে। তবে লঞ্চের সময় দূরে থাকলেও উচ্চতর ডিভাইসটির বিভিন্ন ফিচার ফাঁস হচ্ছে। সম্প্রতি জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) আসন্ন Realme GT 5 Pro -এর ক্যামেরা স্পেসিফিকেশন এনেছেন।

Realme GT 5 Pro স্মার্টফোনের ক্যামেরা ফাঁস হয়েছে

পূর্বে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, পেরিস্কোপ জুম ক্যামেরার সাথে আসা সংস্থার প্রথম স্মার্টফোন হবে রিয়েলমি জিটি ৫ প্রো। আর আজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের লেটেস্ট একটি উইবো (Weibo) পোস্ট এই দাবিকেই সমর্থন করেছে। তার পোস্ট অনুসারে, ডিভাইসটি ৩এক্স অপটিক্যাল জুম সহ ৬৪-মেগাপিক্সেল OmniVision OV64B পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে আসবে। ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপে একটি আল্ট্রা-ওয়াইড লেন্সও থাকতে পারে। যদিও এর রেজোলিউশন এখনো জানা সম্ভব হয়নি।

তবে Realme GT 5 Pro স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে - এটি একটি 'অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন' বা OIS প্রযুক্তি সমর্থিত Sony IMX9 সিরিজের সেন্সর হবে, যা সাইজ হবে ১/১.৪-ইঞ্চি। জানিয়ে রাখি, আসন্ন OnePlus 12 স্মার্টফোনকেও এই একই প্রাইমারি সেন্সর এবং পেরিস্কোপ জুম ক্যামেরার সাথে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। যদিও রিয়েলমির ফোনটিতে 'হ্যাসেলব্লাড' (Hasselblad) ব্র্যান্ডের অপ্টিমাইজেশনের অভাব থাকতে পারে, যা কিনা ওয়ানপ্লাসের হ্যান্ডসেটে উপলব্ধ থাকবে।

এছাড়া পূর্ববর্তী একটি রিপোর্ট অনুযায়ী, Realme GT 5 Pro স্মার্টফোনে কোয়ালকমের আপকামিং স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এছাড়া ডিভাইসটির বাদবাকি স্পেসিফিকেশন সম্পর্কে আর কিছু জানা যায়নি।

এদিকে সিরিজের রেগুলার মডেল অর্থাৎ Realme GT 5 -এর সম্পূর্ণ ফিচার তালিকা ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। ডিভাইসটি মোট দুটি ব্যাটারি এবং চার্জিং ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হতে পারে, যথা - ৪,৬০০ এমএএইচ ব্যাটারি + ২৪০ ওয়াট চার্জিং ক্যাপাসিটি এবং ৫,২০০ এমএএইচ ব্যাটারি + ১৫০ ওয়াট চার্জিং ক্যাপাসিটি। এছাড়া এতে - ১.৫কে রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭৪-ইঞ্চির OLED ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ২৪ জিবি পর্যন্ত LPDDR5x র‌্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত UFS 4.0 স্টোরেজ মিলবে। আবার ক্যামেরা বিভাগের ক্ষেত্রে - OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার যুক্তি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।

Show Full Article
Next Story