ফোনে জায়গার অভাব আর বলতে পারবেন না, আপনার জন্য 24GB র‍্যাম ও 1TB স্টোরেজের মোবাইল আনছে Realme

রিয়েলমি (Realme) সম্প্রতি চীনে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ, Realme GT 5 স্মার্টফোনটি লঞ্চ করেছে। ফোনটির টপ-এন্ড...
Ananya Sarkar 7 Sept 2023 11:41 AM IST

রিয়েলমি (Realme) সম্প্রতি চীনে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ, Realme GT 5 স্মার্টফোনটি লঞ্চ করেছে। ফোনটির টপ-এন্ড ভ্যারিয়েন্টটি ২৪ জিবি র‍্যাম, ১ টিবি স্টোরেজ এবং ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং অফার করে৷ সাম্প্রতিক কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে, ব্র্যান্ডটি বর্তমানে Realme GT 5-এর 'Pro' সংস্করণের ওপর কাজ করছে। এটি চলতি বছরের শেষের দিকে লঞ্চ হবে নাকি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে বাজারে আসবে, তা বর্তমানে অস্পষ্ট। তবে এখন এক সুপরিচিত টিপস্টার Realme GT 5 Pro সম্পর্কে কিছু বিবরণ প্রকাশ করেছেন। লেটেস্ট সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এর আগে ফাঁস হওয়া বৈশিষ্ট্যের পাশাপাশি কিছু নতুন স্পেসিফিকেশনও শেয়ার করেছেন। শোনা যাচ্ছে যে, Realme GT 5 Pro এবং OnePlus 12-এর স্পেসিফিকেশন প্রায় অভিন্ন হতে পারে। তবে এটি বলার অপেক্ষা রাখে না যে, উভয় ফোনের রিয়ার ডিজাইন আলাদা হবে। আর অভ্যন্তরীণভাবে, শুধুমাত্র কয়েকটি পার্থক্য থাকতে পারে। আসুন তাহলে এখনও পর্যন্ত Realme GT 5 Pro সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে, জেনে নেওয়া যাক।

Realme GT 5 Pro-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন-এর মতে, রিয়েলমি জিটি৫ প্রো-এ কার্ভড এজ সহ ওলেড (OLED) প্যানেল থাকবে। এর সঠিক স্ক্রিনের আকার জানা না গেলেও, এটি 2K রেজোলিউশন, আল্ট্রা-স্লিম ফ্রিকোয়েন্সি ডিমিং এবং কমপক্ষে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ফোনটির বিল্ড সম্পর্কেও কিছু তথ্য সামনে এসেছে। ডিভাইসটিতে উন্নততর স্থায়িত্বের জন্য ধাতব মিড-ফ্রেম থাকবে। এটি ধুলো-এবং জল-প্রতিরোধী হবে বলে আশা করা যায়।

আবার পারফরম্যান্সের ক্ষেত্রে, রিয়েলমি জিটি৫ প্রো-এ কোয়ালকমের আসন্ন ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটটি ব্যবহৃত হবে। এতে বিশাল ২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যেতে পারে। ফোনটি সম্ভবত ৫,৪০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে। ডিভাইসটি ১০০ ওয়াট ফাস্ট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

ক্যামেরা সিস্টেমের ক্ষেত্রে, Realme GT 5 Pro-এর রিয়ার প্যানেলে ৩x অপটিক্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B সেন্সর, একটি Sony IMX9 সিরিজের প্রাইমারি ক্যামেরা এবং একটি আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত থাকবে বলে জানা গেছে। এছাড়াও কিছু সাম্প্রতিক রিপোর্টে দাবি করা যে, GT 5 Pro-তে একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং একটি বিশাল ভেপার চেম্বার হিট ডিসিপেশন ইউনিট যুক্ত থাকবে, যা ১০,০০০ বর্গ মিলিমিটার সারফেস এরিয়া জুড়ে অবস্থান করবে৷ এছাড়াও একটি সূত্র মারফৎ জানা গেছে যে, ডিভাইসটির দাম চীনে ৪,০০০ ইউয়ান (প্রায় ৪৬,৩০০ টাকা) রেঞ্জের মধ্যে থাকবে।

Show Full Article
Next Story