Realme GT 5 Pro: রূপে-গুণে দুর্ধর্ষ, বাজার তোলপাড় করে লঞ্চ হল রিয়েলমির নয়া ফোন
রিয়েলমি জিটি সিরিজের ফোনগুলি প্রিমিয়াম ফিচার্স অফার করার জন্য পরিচিত। তাই হাই-এন্ড সেগমেন্টে প্রতি বছর একঝঁক নতুন জিটি...রিয়েলমি জিটি সিরিজের ফোনগুলি প্রিমিয়াম ফিচার্স অফার করার জন্য পরিচিত। তাই হাই-এন্ড সেগমেন্টে প্রতি বছর একঝঁক নতুন জিটি ফোন বাজারে আনে সংস্থা। ২০২৩ সালেও তার ব্যতীক্রম রইল না। নতুন বছর শুরু হওয়ার আগে সংস্থার তরফে সামনে আনা হল একটি প্রিমিয়াম স্মার্টফোন। আজ অপেক্ষার ইতি ঘটিয়ে Realme GT 5 Pro লঞ্চ হয়েছে। রিয়েলমির এই ফ্ল্যাগশিপ ফোনে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর, এলটিপিও ওলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫,৪০০ এমএএইচ ব্যাটারি সহ দুর্দান্ত সব ফিচার্স রয়েছে।
Realme GT 5 Pro: স্পেসিফিকেশন, ফিচার্স
রিয়েলমি জিটি ৫ প্রো-এর অন্যতম আকর্ষণ ১২,০০০ বর্গ মিলিমিটারের সারফেস এরিয়া জুরে থাকা হিট ডিসিপেশন সিস্টেম। ফোনটির সামনে ৬.৭৮ ইঞ্চির এলটিপিও ওলেড ডিসপ্লে রয়েছে, যা ১.৫কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং, ২,১৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ডিসি ডিমিং, ২০,০০০ ডিমিং প্রো-এক্সডিআর টেকনোলজি, ১,৬০০ নিট গ্লোবাল পিক ব্রাইটনেস এবং আকষর্ণীয় ৪,৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনটির ধারগুলি কার্ভড এবং সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Realme GT 5 Pro-তে Qualcomm-এর সর্বশ্রেষ্ঠ Snapdragon 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছ। ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর হওয়ার কারণে প্রতিদিনের ব্যবহারে এবং বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত পারফরম্যান্স আশা করা যায়। এই চিপটি সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme GT 5 Pro বিশাল ৫,৪০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷
ইন্টারনাল হার্ডওয়্যারের মতো Realme GT 5 Pro-এর ক্যামেরাও তাক লাগানোর মতো। ফোনটির পিছনে পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony LYT-808 ১-ইঞ্চি প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। আর প্রধান ক্যামেরার সাথে ৩x অপটিক্যাল জুম এবং ১২০x হাইব্রিড জুম সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 পেরিস্কোপিক টেলিফটো সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের Sony IMX355 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।
এছাড়া, রিয়েলমি এই নতুন ফ্ল্যাগশিপ ফোনে চার বছরের সিকিউরিটি আপডেটের সাথে তিনটি মেজর অ্যান্ড্রয়েড ওএস আপডেট মিলবে। Realme GT 5 Pro এখন অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ (Realme UI 5.0) কাস্টম স্কিনে রান করে। অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এআই (AI) সুপার অ্যাসিসট্যান্ট, যা ইনট্যালিজেন্ট স্পিচ জেনারেশনকে সাপোর্ট এবং ৭ বিলিয়ন প্যারামিটার সহ একটি এআই (AI) মডেলের সুবিধা প্রদান করে।
Realme GT 5 Pro: দাম
Realme GT 5 Pro চীনে একাধিক স্টোরেজ ছাড়াও ব্ল্যাক, হোয়াইট এবং অরেঞ্জ কালার অপশনে লঞ্চ হয়েছে। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ভার্সনের মূল্য ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৩৯,৮৭০ টাকা)। যদিও, এটি ৩,২৯৮ ইউয়ান (প্রায় ৩৮,৭৫০ টাকা)-এর উদ্বোধনী মূল্যে পাওয়া যাবে। একইভাবে, ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি মডেলের দাম ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৩,৪৬০ টাকা)। তবে ৩,৫৯৮ ইউয়ান (প্রায় ৪২,২৭৫ টাকা)-এর বিশেষ লঞ্চ মূল্যে বিক্রি হবে।
Realme GT 5 Pro-এর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজের দাম ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৬,৯৮৫ টাকা) হলেও, ৩,৮৯৮ ইউয়ানে (প্রায় ৪৫,৮০০ টাকা) পাওয়া যাবে। সবশেষে, টপ-এন্ড ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির আসল মূল্য ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,৫১০ টাকা), কিন্তু প্রথম সেলের সময় ৪,১৯৮ ইউয়ানে (প্রায় ৪৯,৩২০ টাকা) উপলব্ধ হবে। চীনে সেল আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে। Realme GT 5 Pro ভারত সহ গ্লোবাল মার্কেটেও খুব শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা যায়।