Realme GT 5 Pro Special Edition: সারা বিশ্বের একজন ভাগ্যবানই পাবে এই ফোন, তাও সম্পূর্ণ বিনামূল্যে, কেন জেনে নিন
Realme সম্প্রতি তাদের হোম-মার্কেটে Realme GT 5 Pro নামের একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে। তবে এই...Realme সম্প্রতি তাদের হোম-মার্কেটে Realme GT 5 Pro নামের একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে। তবে এই হ্যান্ডসেটের জন্য আয়োজিত লঞ্চ ইভেন্টে সংস্থাটি জানিয়েছে যে, সূচনাপর্ব থেকে অর্থাৎ ২০১৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে তারা মোট ২০০ মিলিয়ন বা ২০ কোটি মোবাইল বিক্রি করে নতুন মাইলস্টোন গড়েছে। সেই কারণে তারা Realme GT 5 Pro স্মার্টফোনের একটি লিমিডেট এডিশন-ও নিয়ে এসেছে। তবে এই প্রিমিয়াম ফোনের বিশেষ সংস্করণটি ওপেন মার্কেটে বিক্রি করা হবে না। বরং, একটি 'গিভঅ্যাওয়ে' ইভেন্টে ভাগ্যবান একজন ভক্তের হাতে Realme GT 5 Pro Special Edition উপহার হিসাবে তুলে দেওয়া হবে।
এই বিষয়ে রিয়েলমি সংস্থার ভাইস প্রেসিডেন্ট সু চিই চেজ (Xu Qi Chase) চীনা মাক্রোব্লগিং সাইট উইবো -তে পোস্ট করে জানিয়েছেন, রিয়েলমি জিটি ৫ প্রো স্পেশাল এডিশন মডেলটি ২০০ মিলিয়ন (২০ কোটি) সেল রেকর্ডের স্মারক সংস্করণ হিসাবে লঞ্চ করা হয়েছে। চেজ এই নয়া ফোনের বেশকয়েকটি হ্যান্ডস-অন ইমেজও শেয়ার করেছেন। প্রকাশ্যে আসা ছবিতে, হ্যান্ডসেটটি মূল রিয়েলমি জিটি ৫ প্রো মডেলের অনুরূপ 'রেড রক' কালার বিকল্পে লক্ষ্যণীয়। কেবল পার্থক্য হল, ফোনটির স্পেশাল এডিশনের ভেগান লেদার ব্যাক প্যানেলে থাকা ব্র্যান্ড লোগোর ঠিক নিচেই ‘২০০তম স্পেশাল এডিশন’ লেখা রয়েছে।
চেজ, রিয়েলমি জিটি ৫ প্রো স্পেশাল এডিশনের মেমরি কনফিগারেশন সম্পর্কে কিছু বলেননি। তবে তিনি পোস্টে একটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে - এই মডেলটির একটি মাত্র ইউনিট তৈরী করা হয়েছে, যা বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। এক্ষেত্রে, উইবো -তে একটি গিভঅ্যাওয়ে ইভেন্টে নির্বাচিত একজন ভাগ্যবানকে এই ফোন উপহার হিসাবে দেওয়া হবে। এর জন্য বিশেষ কিছু করতে হবে না। শুধুমাত্র এই অ্যানাউন্সমেন্ট পোস্টটি নিজেদের উইবো হ্যান্ডেলে রি-পোস্ট করতে হবে আগ্রহীদের।
Realme GT 5 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
Realme GT 5 Pro, সংস্থা দ্বারা এখনও পর্যন্ত লঞ্চ করা অন্যতম একটি সেরা স্মার্টফোন। এটি লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত, যা LPDDR5x র্যাম এবং UFS 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে ৬.৭৮-ইঞ্চির ১.৫কে LTPO কার্ভড OLED ডিসপ্লে রয়েছে। এই টাচস্ক্রিনটি - ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২১৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৪৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ২১৬০ হার্টজ PWM ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে।
Realme GT 5 Pro ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল Sony LYT-808 প্রাইমারি সেন্সর, ৩এক্স জুম সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 পেরিস্কোপ টেলিফটো শ্যুটার এবং ৮ মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড ইউনিট৷ এদিকে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার রয়েছে। অন্যান্য বৈশিষ্ট্য হিসাবে এটি - ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেম, ইউএসবি ৩.২ পোর্ট সহ এসেছে। আলোচ্য হ্যান্ডসেটের অন্যতম একটি বিশেষ ফিচার হল - পামপ্রিন্ট আনলক এবং পাম জেসচার কন্ট্রোল ফিচার। Realme GT 5 Pro ফোনে ১০০ ওয়াট ওয়্যারড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থিত ৫,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।