Realme GT 5 Pro সনির সবচেয়ে শক্তিশালী ক্যামেরা সেন্সর সহ আসছে, DSLR-এর দিন শেষ?
ওয়ানপ্লাস আজ চীনে কোম্পানির দশম বার্ষিকী উপলক্ষে বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ OnePlus 12 লঞ্চ করতে চলেছে। এর ঠিক দিন দুই...ওয়ানপ্লাস আজ চীনে কোম্পানির দশম বার্ষিকী উপলক্ষে বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ OnePlus 12 লঞ্চ করতে চলেছে। এর ঠিক দিন দুই পর Realme GT 5 Pro বাজারে পা রাখবে। Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট থাকার কারণে উভয় স্মার্টফোন একে অপরের সুযোগ্য প্রতিদ্বন্দ্বী হবে। তবে OnePlus 12 এবং Realme GT 5 Pro-এর মধ্যে মিল এখানেই শেষ নয়, ফোন দু'টিতে প্রাথমিক ক্যামেরা হিসাবে একই সেন্সর ব্যবহৃত হবে।
Realme GT 5 Pro আসবে LYT-808 প্রাথমিক ক্যামেরা সেন্সরের সাথে
ওয়ানপ্লাস ১২-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৮০৮ প্রাইমারি ক্যামেরা থাকবে, যা ওয়ানপ্লাস ওপেন / ওপ্পো ফাইন্ড এন৩ ফোল্ডেবলে উপলব্ধ। রিয়েলমি জিটি ৫ প্রো একই প্রাইমারি ক্যামেরা অফার করবে। বর্তমানে, এলওয়াইটি-৮০৮ হল ১-ইঞ্চি সনি আইএমএক্স৯৮৯ লেন্স বা আগামী বছরের শুরুতে লঞ্চ হতে চলা ১-ইঞ্চি এলওয়াইটি-৯০০-এর পরে সনির সবচেয়ে শক্তিশালী ক্যামেরা সেন্সর।
এছাড়াও, Realme GT 5 Pro পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ ব্র্যান্ডের প্রথম ফোন হবে। সুনির্দিষ্টভাবে বলতে গেলে, ডিভাইসটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 পেরিস্কোপ জুম ক্যামেরার সাথে আসবে, যা ৩x অপটিক্যাল জুম এবং ১২০x পর্যন্ত ডিজিটাল জুম অফার করবে। এছাড়াও, আল্ট্রা-ওয়াইড শটের জন্য একটি ৮ মেগাপিক্সেলের Sony IMX355 ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
উল্লেখ্য, Realme GT 5 Pro ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি সমন্বিত এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট যুক্ত হ্যান্ডসেট হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। ব্যাটারির ক্ষমতা হবে ৫,৪০০ এমএএইচ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ (Realme UI 5) কাস্টম স্কিনে রান করবে, যা কোম্পানির জন্য প্রথম। Realme GT 5 Pro তিনটি প্রধান অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে জানা গেছে।