Realme GT 5 সিরিজ ও GT Neo 6 সিরিজের লঞ্চ নিয়ে বড় আপডেট, কী কী চমক অপেক্ষা করছে
রিয়েলমি (Realme) তাদের হোম মার্কেট চীনে কয়েকটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সেদেশে কোম্পানির শেষ বড়...রিয়েলমি (Realme) তাদের হোম মার্কেট চীনে কয়েকটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সেদেশে কোম্পানির শেষ বড় লঞ্চ ছিল Realme GT Neo 5। পরে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টে Realme GT 3 ব্র্যান্ডিংয়ের অধীনে গ্লোবাল মার্কেটে ডিভাইসটি উন্মোচন হয়েছে। তবে, রিয়েলমি এখনও বিশ্ব বাজারে স্মার্টফোনটির বিক্রি শুরু করেনি। GT Neo 5 সিরিজের অধীনে আরেকটি মডেল লঞ্চ হয়েছে, যার নাম GT Neo 5 SE। এটাও বিশ্ব বাজারে পা রাখেনি। সম্প্রতি, একটি রিপোর্ট থেকে Realme GT Neo 6 স্মার্টফোনের রেন্ডার প্রকাশ হয়েছে। আর এখন, সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে Realme GT 5 সিরিজ এবং Realme GT Neo 6 সিরিজে লঞ্চের টাইমলাইন ঘোষণা হয়েছে।
Realme GT 5 এবং GT Neo 6 সিরিজের লঞ্চের টাইমলাইন এবং স্পেসিফিকেশন
রিয়েলমি তাদের অফিসিয়াল ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছে যে, তারা চীনে চলতি বছরের দ্বিতীয়ার্ধে রিয়েলমি জিটি ৫ সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করবে। টিজারে আরও যোগ করা হয়েছে যে, এর সঙ্গে রিয়েলমি জিটি নিও ৬ সিরিজও গ্লোবাল মার্কেটেও এই আসবে। তবে ফোনগুলির সম্পর্কে অন্য কোনও তথ্য প্রকাশ করেনি রিয়েলমি।
এদিকে, টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন বলেছেন যে রিয়েলমি জিটি ৫ প্রো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর সহ আসবে। তিনি এও জানান যে, প্রো মডেলটি হবে কোম্পানির একটি পূর্ণাঙ্গ ফ্ল্যাগশিপ। রিয়েলমি কোয়ালকমের বর্তমান ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ সহ স্ট্যান্ডার্ড জিটি ৫ মডেলটি লঞ্চ করবে। আসন্ন জিটি ৫ সিরিজের স্মার্টফোনের অন্যান্য স্পেসিফিকেশন বর্তমানে অজানা।
অন্যদিকে, Realme GT Neo 6 এবং Neo 6 Pro-কে সম্প্রতি RMX3820 এবং RMX3823 মডেল নম্বর সহ চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) এবং টেনা (TENAA) সার্টিফিকেশনে সাইটে দেখা গেছে। এর মধ্যে ৩সি তালিকাটি প্রকাশ করেছে যে, ফোনগুলি ১৫০ ওয়াট এবং ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। টেনা লিস্টিংটি প্রকাশ করে যে উভয় স্মার্টফোনেই ৬.৭৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন ২,৭৭২×১,২৪০ পিক্সেল।
উভয় ডিভাইসই ৩.২ গিগাহার্টজের ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত হবে। চিপসেটটি সম্ভবত ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ হবে। উপলব্ধ হবে ৮ জিবি/ ১২ জিবি/ ১৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি/ ৫১২ জিবি/১ টিবি স্টোরেজ অপশনে। এগুলি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) সফ্টওয়্যার সংস্করণে চলবে।
এছাড়া, ফোনগুলিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। Reame GT Neo 6 এবং GT Neo 6 Pro- উভয় ফোনেই ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা অবস্থান করবে, যার সাথে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের সাথে যুক্ত থাকবে। ডিসপ্লেতে অবস্থিত পাঞ্চ-হোল কাট-আউটে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। রেগুলার GT Neo 6-এর পরিমাপ হবে ১৬৩.১×৭৫.৩৮×৮.৮৬ মিলিমিটার এবং ওজন প্রায় ২০৫ গ্রাম। ডিভাইসটি ২,৫৪০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়েল-সেল, অর্থাৎ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। আর Pro মডেলটি ডুয়াল-সেল ২,২২৫ এমএএইচ, অর্থাৎ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দ্বারা সমর্থিত হবে।