Realme: চীনে নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চের ঘোষণা করল রিয়েলমি

গত সপ্তাহে রিয়েলমি বিশ্ব বাজারে Realme GT 6 উন্মোচন করেছে। ডিভাইসটিতে লেটেস্ট Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। বর্তমানে ব্র্যান্ডটি এই নতুন…

গত সপ্তাহে রিয়েলমি বিশ্ব বাজারে Realme GT 6 উন্মোচন করেছে। ডিভাইসটিতে লেটেস্ট Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। বর্তমানে ব্র্যান্ডটি এই নতুন ফ্ল্যাগশিপ ফোনের চীনা সংস্করণটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আর এখন নিশ্চিত করা হয়েছে যে Realme GT 6 আসন্ন জুলাই মাসে চীনের বাজারে আত্মপ্রকাশ করবে।

ঘোষিত হল Realme GT 6 ফোনের লঞ্চের তারিখ

রিয়েলমি একটি নতুন পোস্টার প্রকাশ করে নিশ্চিত করেছে যে, রিয়েলমি জিটি ৬ জুলাই মাসে লঞ্চ হবে। তবে সংস্থাটি এখনও ডিভাইসটির প্রযুক্তিগত স্পেসিফিকেশন বা প্রধান বৈশিষ্ট্যগুলি নিশ্চিত করতে পারেনি। ওয়ানপ্লাস আগামী ২৭ জুন চীনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপের সাথে ওয়ানপ্লাস এস ৩ প্রো উন্মোচন করবে। রিপোর্টে দাবি করা হয়েছে যে, ডিভাইসটি তিনটি ফোনের সাথে প্রতিযোগিতার মুখোমুখি হবে, যার মধ্যে রয়েছে রেডমি কে৭০ আল্ট্রা, আইকো নিও ৯এস প্রো প্লাস এবং রিয়েলমি জিটি ৬।

রেডমি কে৭০ আল্ট্রা ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০প্লাস চিপ থাকবে বলে আশা করা হচ্ছে, আইকো নিও ৯এস প্রো প্লাস এবং রিয়েলমি জিটি ৬ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ ব্যবহার করা হবে বলে জানা গেছে।

একটি সাম্প্রতিক রিপোর্ট প্রকাশ করেছে যে, Realme GT 6 ফোনে ফ্ল্যাট ৮টি এলটিপিও বিওই এস১ (8T LPTO BOE S1) প্যানেল থাকবে, যা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (AI)-ভিত্তিক আই প্রোটেকশন, হার্ডওয়্যার-লেভেল লো ব্লু লাইট, ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম, ৩পালস/১পালস-এর মতো ডিসি ডিমিং এবং ৬,০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে।

পারফরম্যান্সের জন্য, Realme GT 6 ফোনে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট থাকবে। ডিভাইসটিতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি মেটাল মিডল ফ্রেম থাকবে। ডিভাইসটির বাকি স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি।