Realme GT 7 Pro: চার্জ সহজে ফুরোবে না, লিথিয়ম আয়নের বদলে সিলিকন অ্যানোড ব্যাটারির ফোন আনছে রিয়েলমি

রিয়েলমি চীনা বাজারে তাদের আসন্ন ফ্ল্যাগশিপ Realme GT 7 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।...
Ananya Sarkar 7 Jun 2024 8:25 PM IST

রিয়েলমি চীনা বাজারে তাদের আসন্ন ফ্ল্যাগশিপ Realme GT 7 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ব্র্যান্ডটি আগামী জুলাই মাসে চীনে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত একটি স্মার্টফোন ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক রিপোর্টগুলি এটিকে Realme GT 6 হিসাবে উল্লেখ করেছে, কিন্তু সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এটির নাম Realme GT 7 হতে পারে। বর্তমানে, এর নাম সম্পর্কে কোনও স্পষ্টতা নেই। তবে রিয়েলমি ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, তারা এবছরের শেষের দিকে ভারতে Realme GT 7 Pro লঞ্চ করার পরিকল্পনা করছে। এই ফোনটি আগামী ডিসেম্বরে চীনে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে, যেহেতু কোম্পানিটি গতবছর ডিসেম্বরে Realme GT 5 Pro লঞ্চ করেছিল। আর এখন এক টিপস্টার লঞ্চের কয়েক মাস আগে Pro ভ্যারিয়েন্টটির কিছু স্পেসিফিকেশন ফাঁস করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Realme GT 7 Pro: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) তার ওয়েইবো পোস্টে জানিয়েছেন যে রিয়েলমি জিটি ৭ প্রো হ্যান্ডসেটে ওলেড ৮টি এলটিপিও (OLED 8T LTPO) স্ক্রিন থাকবে, যা ১.৫কে রেজোলিউশন অফার করবে। এটি একটি কাস্টমাইজড ডিসপ্লে প্যানেল হবে, যা চীনা ডিসপ্লে প্রস্তুতকারক সরবরাহ করবে৷

রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেটটি থাকবে, যা ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে। যদিও টিপস্টার ডিভাইসের ব্যাটারির আকার প্রকাশ করেননি, তিনি জোর দিয়েছিলেন যে এটিতে একটি বড় সিলিকন-অ্যানোড ব্যাটারি থাকবে, যা প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় উচ্চতর পাওয়ার ডেনসিটি এবং ফাস্ট চার্জিং ক্ষমতার জন্য পরিচিত। জানিয়ে রাখি, রিয়েলমি জিটি ৫ প্রো ফোনে ৫,৪০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা নির্দেশ দেয় যে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে প্রায় ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে।

এছাড়াও জানা গেছে যে, Realme GT 7 Pro ফোনে ৩x অপটিক্যাল জুম সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো থাকবে। তবে, টিপস্টার ডিভাইসের অন্যান্য ক্যামেরার বিবরণ প্রকাশ করেননি। সাম্প্রতিক একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এটি রিয়েলমির প্রথম ফোন হতে পারে, যাতে একটি আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত থাকবে।

Show Full Article
Next Story