Realme GT 7 Pro এই মাসে লঞ্চ হচ্ছে, Snapdragon 8 Gen 4 প্রসেসর সহ থাকবে আইফোনের মত ফিচার

আগামী ২১ অক্টোবর লঞ্চ হবে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী প্রসেসর Snapdragon 8 Gen 4। এই প্রসেসর সহ নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার কথা নিশ্চিত করেছে Xiaomi,…

Realme Gt 7 Pro Launch Timeline Tipped By Early November With Snapdragon 8 Gen 4 Processor

আগামী ২১ অক্টোবর লঞ্চ হবে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী প্রসেসর Snapdragon 8 Gen 4। এই প্রসেসর সহ নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার কথা নিশ্চিত করেছে Xiaomi, Honor, iQOO, ও OnePlus। অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে এই ডিভাইসগুলি বাজারে আসতে পারে। তবে উল্লেখিত ব্র্যান্ডগুলি ছাড়াও Realme-ও স্ন্যাপড্রাগনের নতুন প্রসেসর সহ স্মার্টফোন আনছে বলে টিপস্টার, পান্ডা ইজ বাল্ড। তার দাবি এই ফোনের নাম থাকবে Realme GT 7 Pro।

Realme GT 7 Pro কখন লঞ্চ হবে

টিপস্টার একটি উইবো পোস্টে, বিভিন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের সময় জানিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে, অক্টোবরের শেষে লঞ্চ হবে OnePlus 13। আর নভেম্বরের শুরুতে আসবে Realme Realme GT 7 Pro। উভয় ডিভাইসে গ্লাস ব্যবহার করা হবে।

Realme GT 7 Pro এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিয়েলমি জিটি ৭ প্রো ডিভাইসে থাকবে ৬.৬৮ ইঞ্চি বিওই এক্স২ এলটিপিও মাইক্রো কার্ভড ডিসপ্লে। এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিনের ভিতরে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। আর রিয়েলমি জিটি ৭ প্রো এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে।

এই ক্যামেরাগুলি হল একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি আল্ট্রা ওয়াইড লেন্স ও সনি LYT-600 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। শেষের এই সেন্সরের সাথে ৩এক্স অপ্টিক্যাল জুম ও ১২০এক্স ডিজিটাল জুম সাপোর্ট পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর ও ১৬ জিবি পর্যন্ত র‌্যাম দেওয়া হবে। এটি ১ টিবি স্টোরেজ ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আসবে।

এছাড়া জানা গেছে, Realme GT 7 Pro আইপি৬৯ রেটিং সহ লঞ্চ হবে। অর্থাৎ এটি জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকবে। আর এতে আইফোন ১৬‌ এর মতো ক্যামেরা কন্ট্রোল বাটন দেওয়া হবে। ডিভাইসটি রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন