Realme GT 7 Pro Launched: ভারতের সবচেয়ে সেরা ডিসপ্লে ও টেলিফটো ক্যামেরা যুক্ত রিয়েলমি ফোন ভারতে লঞ্চ হল
Realme GT 7 Pro ফোনে আছে কোয়াড কার্ভড ওএলইডি ডিসপ্লে। এই ডিসপ্লে স্যামসাং তৈরি করেছে এবং এটি 6000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 45 শতাংশ দ্রুত সিপিইউ, 40 শতাংশ দ্রুত জিপিইউ পারফরম্যান্স দেবে।
Realme GT 7 Pro আজ অর্থাৎ 26 নভেম্বর ভারতে লঞ্চ হল। ফোনটির দাম রাখা হয়েছে 70,000 টাকার কম। ডিভাইসটি 16 জিবি পর্যন্ত র্যাম ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। ফিচার হিসেবে এতে স্ন্যাপড্রাগন 888 Elite প্রসেসর ও একাধিক AI বৈশিষ্ট্য উপস্থিত। এছাড়া পাওয়া যাবে 1.5K রেজোলিউশন ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 5,800mAh ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Realme GT 7 Pro: ভারতে দাম ও প্রাপ্যতা
রিয়েলমি জিটি 7 প্রো দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর দাম শুরু হয়েছে 59,999 টাকা থেকে। এটি মার্স ওরেঞ্জ ও গ্যালাক্সি গ্রে আসুন এর উভয় ভ্যারিয়েন্টের দাম জেনে নেওয়া যাক।
12GB RAM + 256GB: 59,999 টাকা
16GB RAM + 512GB: 65,999 টাকা
সেল অফার ও প্রি-অর্ডার
আগামী 29 নভেম্বর অ্যামাজন ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে স্মার্টফোনটির সেল শুরু হবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা 3,000 টাকা ব্যাঙ্ক অফারের ফায়দা ওঠাতে পারবেন। ইতিমধ্যেই রিয়েলমি জিটি 7 প্রো এর প্রি-অর্ডার শুরু হয়েছে। অ্যামাজন থেকে 999 টাকা দিয়ে ইতিমধ্যেই এর প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রি-অর্ডারকারীরা 12 মাসের ওয়ারেন্টি ও 12 মাসের স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন পাবেন।
Realme GT 7 Pro: ফিচার ও স্পেসিফিকেশন
রিয়েলমি জিটি 7 প্রো ফোনে আছে কোয়াড কার্ভড ওএলইডি ডিসপ্লে। এই ডিসপ্লে স্যামসাং তৈরি করেছে এবং এটি 6000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 45 শতাংশ দ্রুত সিপিইউ, 40 শতাংশ দ্রুত জিপিইউ পারফরম্যান্স দেবে। এটি রিয়েলমি ইউআই 6.0 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। এতে এআই স্কেচ টু ইমেজ, এআই মোশন ডিব্লার, এআই ইরেজার 2.0, এআই রেকডিং সামারি ইত্যাদি এআই ফিচার পাওয়া যাবে।
ডিসপ্লে: 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড, মাইক্রো-কার্ভড, 1.5K (2780 x 1268 পিক্সেল) রেজোলিউশন, 120Hz ভেরিয়েবল রিফ্রেশ রেট, ডলবি ভিশন, এইচডিআর10+, 6000 নিটস পিক ব্রাইটনেস, 2600Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, ডলবি ভিশন, 120% ডিসিআই-P3 কালার গামুট, 2600Hz হাই-ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম ডিমিং, ফুল-ব্রাইটনেস ডিসি ডিমিং
প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite
সফটওয়্যার: অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক রিয়েলমি ইউআই 6.0
রিয়ার ক্যামেরা: এফ/1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেল সনি আইএমএক্স906 প্রাইমারি ক্যামেরা ও ওআইএস, এফ/2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এফ/2.65 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল সনি আইএমএক্স882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা: এফ/2.45 অ্যাপারচারসহ 16 মেগাপিক্সেল স্ন্যাপার
ব্যাটারি ও চার্জিং: 5,800 এমএএইচ টাইটান ব্যাটারি, 120 ওয়াট ফাস্ট চার্জিং
কানেক্টিভিটি: ডুয়াল সিম, 5G, 4G এলটিই, ওয়াই-ফাই 7, ব্লুটুথ 5.4, জিপিএস, এনএফসি
অডিও: স্টেরিও স্পিকার
অন্যান্য বৈশিষ্ট্য: IP68 + IP69 রেটিং, আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইনফ্রারেড সেন্সর
Realme GT 7 Pro ফোনে আছে কোয়াড কার্ভড ওএলইডি ডিসপ্লে। এই ডিসপ্লে স্যামসাং তৈরি করেছে এবং এটি 6000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 45 শতাংশ দ্রুত সিপিইউ, 40 শতাংশ দ্রুত জিপিইউ পারফরম্যান্স দেবে।