মাত্র 999 টাকা দিয়ে Realme GT 7 Pro ফোনের প্রি-বুকিং শুরু হল, 12 মাস অতিরিক্ত ওয়ারেন্টি মিলবে

Realme GT 7 Pro প্রি-বুক করতে চাইলে আপনাকে রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যামাজনে যেতে হবে। লঞ্চের আগে পর্যন্ত ফোনটি প্রি-বুকিং করা যাবে। মাত্র ৯৯৯ টাকা দিয়ে অ্যামাজনে এর বুকিং শুরু হয়েছে।

Ankita Mondal 19 Nov 2024 8:27 AM IST

Realme GT 7 Pro Pre-Bookings: আপনি যদি নতুন কোনো 5G ফোন কিনতে চান তাহলে আমরা একটি রিয়েলমি স্মার্টফোন নিতে বলবো। গতকাল অর্থাৎ ১৮ নভেম্বর থেকে এর প্রি-বুকিং নেওয়া শুরু হয়েছে। যারা যারা ডিভাইসটি প্রি-বুক করবেন তারা ১২ মাস অতিরিক্ত ওয়ারেন্টি সহ নানা ধরনের অফার পাবেন। আর এই ফোনের নাম হল Realme GT 7 Pro। চীনের পর আগামী ২৬ নভেম্বর ডিভাইসটি ভারতে লঞ্চ হতে চলেছে। তার আগে আগ্রহী ক্রেতারা এটি বুক করার সুযোগ পাচ্ছেন।

Realme GT 7 Pro প্রি-বুকিং করা যাচ্ছে ৯৯৯ টাকায়

রিয়েলমি জিটি ৭ প্রো প্রি-বুক করতে চাইলে আপনাকে রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যামাজনে যেতে হবে। লঞ্চের আগে পর্যন্ত ফোনটি প্রি-বুকিং করা যাবে। মাত্র ৯৯৯ টাকা দিয়ে অ্যামাজনে এর বুকিং শুরু হয়েছে। রিয়েলমির অফলাইন স্টোরেও এই সুবিধা আছে বলে জানা গেছে।

রিয়েলমি জিটি ৭ প্রো ভারতে দাম (সম্ভাব্য)

ভারতে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের দাম এখনও জানা যায়নি। তবে চীনে এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৫৯৯ ইউয়ান, যা প্রায় ৪২,৬০০ টাকার সমান। তাই ভারতে এর মূল্য ৫০,০০০ টাকার কাছাকাছি রাখা হতে পারে।

রিয়েলমি জিটি ৭ প্রো স্পেসিফিকেশন ও ফিচার

পারফরম্যান্স: রিয়েলমির এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

ডিসপ্লে: রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি Eco2 ওএলইডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে ৬,০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস, এইচডিআর, ডলবি ভিশন সাপোর্ট করবে। ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা আছে।

ক‌্যামেরা: ডিভাইসটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯০৬ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা লাইট ৩এক্স সনি আইএমএক্স৮৮২ পেরিস্কোপ টেলিফটো লেন্স। সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: স্মার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৬,৫০০ এমএএইচ। এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি উপস্থিত।

Show Full Article
Next Story