Realme GT 7 Pro নাকি অ্যাকশন ক্যামেরা! স্মার্টফোনের ইতিহাসে প্রথমবার আন্ডারওয়াটার ফটোগ্রাফি ফিচার

Realme GT 7 Pro Camera Features - ভারতে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ লঞ্চ হবে। এই ক্যামেরা ৩এক্স অপটিক্যাল জুম ও ওআইএস সাপোর্ট করবে। আবার ফোনে থাকা এআই জুম ক্ল্যারিটি ফিচার ১২০এক্স ডিজিটাল জুম সহ ফটো ক্লিক করতে দেবে।

Julai Mondal 11 Nov 2024 11:52 PM IST

আগামী ২৬ নভেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে Realme GT 7 Pro। তার আগে সংস্থাটি এই ফোনের বিশেষ বিশেষ ফিচার টিজ করতে শুরু করেছে। এছাড়া ই-কমার্স সাইট অ্যামাজনও এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য একটি মাইক্রো সাইট তৈরি করেছে। এখান থেকেও মূল স্পেসিফিকেশনগুলি এক এক করে প্রকাশ করা হচ্ছে। আজ জানানো হয়েছে রিয়েলমি জিটি ৭ প্রো ডিভাইসে ১২০এক্স ডিজিটাল জুম সহ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। উল্লেখ্য, স্মার্টফোনটি আগেই এই ক্যামেরা সহ চীনে লঞ্চ হয়েছে।

Realme GT 7 Pro এর ফটোগ্রাফি ফিচার ভারতে লঞ্চের আগেই প্রকাশ্যে এল

ভারতে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ লঞ্চ হবে। এই ক্যামেরা ৩এক্স অপটিক্যাল জুম ও ওআইএস সাপোর্ট করবে। আবার ফোনে থাকা এআই জুম ক্ল্যারিটি ফিচার ১২০এক্স ডিজিটাল জুম সহ ফটো ক্লিক করতে দেবে। এছাড়া এতে থাকবে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড, যা স্মার্টফোনের ইতিহাসে প্রথমবার। আর রিয়েলমি জিটি ৭ প্রো এর আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি চলাচল করা অবজেক্ট ক্যাপচার করতে দেবে।

এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহারকারীদের তাদের স্মার্টফোন দ্রুত আনলক করতে দেবে এবং জলের মধ্যে ক্যামেরা কন্ট্রোল করতে দেবে। রিয়েলমি আরও বলেছে যে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে ব্যবহারকারীরা ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা সুইচ করতে পারবে। জানিয়ে রাখি, রিয়েলমি জিটি ৭ প্রো ২ মিটার পর্যন্ত জলের গভীরে ৩০ মিনিট পর্যন্ত ভালোভাবে কাজ করতে পারে। আবার এতে আইপি৬৮ ও আইপি৬৯ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স উপস্থিত।

এদিকে এই স্মার্টফোনে সনিক ওয়াটার ড্রেনিং স্পিকার আছে, যা ডিভাইসে থাকা সমস্ত জল অপসারণ করতে পারে। রিয়েলমির দাবি, এই ফোনটি অ্যাকশন ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে। জানিয়ে রাখি, এতে এআই স্ন্যাপ মোডও রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম অপারেটিং সিস্টেম পাওয়া যাবে।

Show Full Article
Next Story