Realme GT 7 Pro Camera

গো প্রো-কে টেক্কা, রিয়েলমি জিটি ৭ প্রো আসছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোডের সাথে

Realme GT 7 Pro Feature - রিয়েলমি জিটি ৭ প্রো হ্যান্ডসেটে একটি উদ্ভাবনী শিপ-স্টাইল মাল্টি-রিফ্লেকশন স্ট্রাকচার রয়েছে, যা পেরিস্কোপ মেকানিজমের স্থূলতাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে।

Ananya Sarkar 2 Nov 2024 11:30 AM IST

রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট এবং রিয়েলমির গ্লোবাল মার্কেটিংয়ের প্রেসিডেন্ট জু কি চেজ, Realme GT 7 Pro ফোনের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সম্পর্কে বিশদ বিবরণ প্রকাশ করেছেন। এছাড়াও, রিয়েলমি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সহ তাদের ক্যামেরার দক্ষতা প্রদর্শনের জন্য রিয়েলমি জিটি ৭ প্রো মডেলের ক্যামেরার স্যাম্পল শেয়ার করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরার বিবরণ এবং ফটোগ্রাফির নমুনা

জু কি চেজ জানিয়েছেন যে, রিয়েলমি জিটি ৭ প্রো হ্যান্ডসেটে একটি উদ্ভাবনী শিপ-স্টাইল মাল্টি-রিফ্লেকশন স্ট্রাকচার রয়েছে, যা পেরিস্কোপ মেকানিজমের স্থূলতাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। টেলিফোটো ক্ষমতা আরও উন্নত করা হয়েছে, লোকাল ফোকাল লেন্থ ৬৫ মিলিমিটার থেকে ৭৩ মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একটি নতুন এআই সুপার-রেজোলিউশন টেলিফোটো অ্যালগরিদমের সাথে যুক্ত, যা অসাধারণ পারফরম্যান্স অফার করে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি জিটি ৭ প্রো ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ আসবে। ব্র্যান্ড নিশ্চিত করেছে যে ক্যামেরাটি ৩x অপটিক্যাল জুম, ৬x লসলেস জুম এবং ১২০x ডিজিটাল জুম সাপোর্ট করবে। এছাড়াও, রিয়েলমি জিটি ৭ প্রো আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড সাপোর্ট করবে কারণ এটি আইপি৬৮/আইপি৬৯-রেটেড জল-প্রতিরোধী ডিভাইস। রিয়েলমি জিটি ৭ প্রো ব্যবহার করে ক্যাপচার করা কিছু জলের নীচের ফটোগ্রাফির নমুনাও শেয়ার করেছে সংস্থা। এর পাশাপাশি জানা গেছে যে, রিয়েলমি জিটি ৭ প্রো এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯০৬ প্রাইমারি ক্যামেরা থাকবে, যা একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো প্রাথমিক ক্যামেরার সাথে যুক্ত থাকবে।





রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এর কাস্টম-মেড স্যামসাং ওলেড (OLED) প্যানেল, যা কম শক্তি ব্যবহার করে। এটি একটি ৬.৭৮ ইঞ্চির স্ক্রিন, যা ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬,০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে৷ রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকবে। ডিভাইসটি পাওয়ার ব্যাকআপের জন্য, বিশাল ৬,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তির ব্যাটারির সাথে আসবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ (Realme UI 6.0) কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story